E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

২০১৮ ফেব্রুয়ারি ২৭ ২২:৪১:২১
হবিগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ বাজারে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম। 

মঙ্গলবার বিকালে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করেন মোবাইল টিমের নেতৃত্বে থাকা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ।

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও অবৈধ প্রক্রিয়ায় খাবার তৈরী ও পরিবেশন করায় বাজারের শাহী রেস্টুরেণ্ট ও উজ্জ্বল মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা এবং ওজনে কারচুপি করায় তিন্নি রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাজারের আরো কয়েকটি দোকান, কাছাবাজার ও মাছবাজার তদারকি করেন অধিদপ্তরের মোবাইল টিম। এছাড়াও অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বাজারে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

(এমইউএ/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test