E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে পপুলার ডায়গনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার, ৫০ হাজার টাকা জরিমানা 

২০১৮ ফেব্রুয়ারি ২৮ ১৬:২৫:০২
মদনে পপুলার ডায়গনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার, ৫০ হাজার টাকা জরিমানা 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন পৌরসদরে বুধবার পপুলার ডায়গনোস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সেজে রোগীদের সাথে প্রতারণা করায় মোঃ শাহিন আলম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

শাহিন আলম দীর্ঘ দিন ধরে এম.বি.বি.এস ডাক্তারের ভূয়া সনদ ঝুলিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছে। এমন সংবাদের প্রেক্ষিতে বুধবার সকালে উক্ত ডায়াগনোস্টিক সেন্টারে রোগী দেখার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান উপস্থিত হয়ে তার ডাক্তারী বৈধ কাগজ পত্র দেখতে চান।

এ সময় শাহীন আলম ডাক্তারীর কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেননি। এতে ভ্রাম্যমান আদালত তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেন। ভুয়া ডাক্তার নিজে এম.বি.বি.এস নয় বলে স্বীকার করে আর কোন স্থানে ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখবেন না বলে অঙ্গীকার নামায় স্বাক্ষর দিয়ে জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করে ছাড়া পান।

শাহীন আলম কিশোরগঞ্জ সদরের পূর্বতারা পাশা রেল স্টেশন এলাকার আইন উদ্দিনের ছেলে। এ সময় অপর ভূয়া ডাক্তার মিজানুর রহমান বৈধ কাগজ পত্র আনার কথা বলে সটকে পড়েন। ভ্রাম্যমান আদালত চলাকালে উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ,ডাক্তার খান মোঃ ফজলুল বারী ইভান, ওসি তদন্ত শাহ নূর এ আলমসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

ডায়াগনোস্টিকের মালিক মোঃ এনামূল হক জানান,তারা যে ভূয়া ডাক্তার তা আমার জানা ছিল না।

নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান বলেন, ভুয়া সনদে রোগীদের সাথে প্রতারনার অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে পপুলার ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করি।

এ সময় বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় ভূয়া এম.বি.বি.এস ডাক্তার শাহীন আলমকে বাংলাদেশ মেডিকেল ৬ ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ধারা মোতাবেক তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেয়া হয়। ক্লিনিকের মালিককেও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

(এএমএ/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test