E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে নিরাপদ অভিবাসন উপকরণ ও নাটিকা প্রদর্শনী

২০১৮ ফেব্রুয়ারি ২৮ ১৬:৪০:২২
হবিগঞ্জে নিরাপদ অভিবাসন উপকরণ ও নাটিকা প্রদর্শনী

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নিরাপদ অভিবাসন উপকরণ ও নাটিকা প্রদর্শনী আজ বুধবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জের প্রবাসী কল্যাণ শাখার সহকারি কমিশনার তাছলিমা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব মোঃ সফিউল আলম।

বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবার উপপরিচালক মোঃ হাবিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন এফআইভিডিবি হবিগঞ্জের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ সাহেল আহমদ।

ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আজমল হোসেন-এর পরিচালনায় অনুষ্ঠানে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন। অনুষ্ঠানে প্রশিক্ষিত হয়ে বৈধ পথে বিদেশ যাওয়ার পরামর্শ দেয়া হয়। শেষে জনসচেতনতামূলক নাটক ‘বাহাদুর এখন দেশে’ মঞ্চস্থ হয়।

(এমইউএ/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test