E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় স্ত্রীকে খুন করে স্বামী পলাতক

২০১৮ ফেব্রুয়ারি ২৮ ১৮:১০:৫৯
নওগাঁয় স্ত্রীকে খুন করে স্বামী পলাতক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় স্ত্রীকে হত্যা করে মৃতদেহ বাসায় ফেলে রেখে পালিয়েছেন এক ঘাতক স্বামী। 

ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোট অন্তে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। মর্মান্তিক এ গৃহবধূ হত্যাকান্ডটি ঘটেছে জেলার বদলগাছী উপজেলা সদরের মহিলা কলেজের পাশের পিনডিরা গ্রামে।

স্থানীয় সুত্র জানায়, বদলগাছী উপজেলার জিদিরপুর চাংলা গ্রামের মৃত আকালোর ছেলে ইসমাইল হোসেন (৫০) প্রায় ৮ বছর পূর্বে একই গ্রামের সিরাজুল ইসলাম বাবু (৪২) এর স্ত্রী এক সন্তানের জননী মুনি বেগম (২৮) কে পরক্রিয়া প্রেমের সুত্র ধরে বিয়ে করেন। বিয়ের পর ইসমাইল ও মুনি বেগম বদলগাছী সদরের মহিলা কলেজের পাশের্^ পিনডিড়া গ্রামের জৈনক ইসলামের বাসা ভাড়ানিয়ে সেখানেই বসবাস করছিলেন দীর্ঘদিন ধরে । ইতিমধ্যে ইসমাইল হোসেন ও মুনি বেগমের সংসারে ও ৪ বছর বয়সের নিশি আক্তার নামের একটি কন্যা সন্তান রয়েছে।

বুধবার ভোররাতে ইসমাইল হোসেন তার বাসা মালিক সহ প্রতিবেশীদেরকে জানান যে তার স্ত্রী মুনি বেগম বিদ্যুৎ পিষ্ট হয়েছে বলেই মুনি বেগমকে নিয়ে একটি ভ্যান যোগে হাসপাতালে রওনা হন এবং কিছুক্ষন পরই মুনি বেগমের মৃতদেহ ভাড়া বাসাতে এনে রেখে কৌশলে রাতেই পালিয়ে যান ইসমাইল হোসেন। ঘটনাটি স্থানীয়রা ঐ গৃহবধূর পিতাকে মোবাইল ফোনে জানালে পিতা সহ পরিবারের লোকজন ছুটে ঘটনাস্থলে এসে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে বিষয়টি বদলগাছী থানায় জানায়।

গৃহবধূ মনি বেগমের পিতা পত্নীতলা উপজেলার কুন্দন সরদারপাড়া গ্রামের সাইদুর রহমান প্রতিবেদককে জানান, বেশকিছুদিন পূর্বে আমার মেয়ে তার মায়ের কাছে থেকে ৩০ হাজার টাকা হাওলাত স্বরুপ এনে জামাইকে দিয়েছিলেন। আমার মেয়ে মুনি বেগম সেই টাকা তার মাকে ফেরত দেয়ার জন্য স্বামী ইসমাইল হোসেনকে বল্লে কয়েক দিন থেকে স্বামী-স্ত্রীর মাঝে দন্ধ চলছিল বলে মেয়ে আমাকে ফোনে জানিয়েছিলেন। তিনি আরো জানান, গলায় দাগ দেখেই বুঝা যাচ্ছে আমার মেয়েকে গলাটিপে হত্যা করেছে তার ঘাতক স্বামী ইসমাইল হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ জালাল প্রতিবেদককে বুধবার বিকাল সারে ৪ টায় জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মুনি বেগমের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গৃহবধূটির ঘাতক স্বামী পুলিশ পৌছার পূর্বেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি তবে ঘাতক স্বামী ইসমাইল হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test