E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৪৪ ধারা ভঙ্গ : তিন ব্যক্তির জরিমানা দুই পরীক্ষার্থী বহিস্কার

২০১৮ মার্চ ০২ ১৭:৪৩:২১
১৪৪ ধারা ভঙ্গ : তিন ব্যক্তির জরিমানা দুই পরীক্ষার্থী বহিস্কার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় শুক্রবার সকাল সাড়ে এগারটায় কেন্দুয়া ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা ভঙ্গ করায়  দুই নারীসহ তিনজনের কাছ থেকে  তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মুকতাদিরুল আহমেদ সকাল সাড়ে এগারটার সময় এনির্দেশ দেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শুক্রবার সকাল ১০ টা থেকে কেন্দুয়া ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক বাংলা ১ম পত্রের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ২০০ গজের মধ্যে মাইকে প্রচার দিয়ে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

কিন্তু পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য ১৪৪ ধারা ভঙ্গ করে সাউদপাড়া মহল্লার আব্দুল মান্নান, জফরপুর গ্রামের ফারজানা আফরিন ও বেজগাতী গ্রামের আরিফা সুলতানা বই, খাতা ও অন্যান্য সামগ্রী নিয়ে ২০০ গজের মধ্যে কেন্দ্রের দিকে যাচ্ছিল।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মুকতাদিরল আহমেদ তাদের তিন জনের কাছ থেকে তাৎক্ষণিক ভাবে তিন হাজার টাকা জরিমানা আদায় করার নির্দেশ দেন। এদিকে পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

(এসবি/এসপি/মার্চ ০২, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test