E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশার ৩ সন্তান তিন জেলার জেলা প্রশাসক

২০১৮ মার্চ ০২ ১৭:৫১:০১
পাংশার ৩ সন্তান তিন জেলার জেলা প্রশাসক

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার তিনজন কৃতি সন্তান এখন তিন জেলার জেলা প্রশাসক (ডিসি)। গত রবিবার বিদ্যুৎ বিভাগের উপ-সচিব মাহমুদুল কবির মুরাদকে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এর আগে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে উম্মে সালমা তানজিয়া (যোগদান ১৫/৯/২০১৬) এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো. রাশেদুল ইসলাম (যোগদান ২০/২/২০১৭) নিয়োগ পেয়ে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

সদ্য হবিগঞ্জের ডিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত মাহমুদুল কবির মুরাদ পাংশার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা খান আব্দুল হাই-এর পুত্র।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) উম্মে সালমা তানজিয়া তৎকালীন পাংশা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম গওহার উদ্দিনের কন্যা এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) মো. রাশেদুল ইসলাম পাংশার তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য (এম.পি.এ) মরহুম মসলেম উদ্দিন মৃধার নাতি ছেলে।


(এমএইচ/এসপি/মার্চ ০২, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test