E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকা প্রতীক পেল যুবদল নেতা!

২০১৮ মার্চ ০৩ ১৫:৫৯:১৫
নৌকা প্রতীক পেল যুবদল নেতা!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার জাতীয়তাবাদী যুবদলের ধানখালী ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড কমিটির দুই নম্বর সদস্য টেনু মৃধাকে দেয়া হয়েছে ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন।  তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগ নেতা রিয়াজ তালুকদার।

লিখিত আবেদনে তিঁনি উল্লেখ করেছেন, বিএনপি পরিবার থেকে মাত্র একমাস আগে স্বেচ্ছাসেবক লীগে যোগ দিয়ে তৃণমূলের ভোটে পরাজিত হয়েও টিনু মৃধাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। রিয়াজ তালুকদার বলেন, গত ২২ ফেব্রুয়ারি প্রার্থী মনোনয়নে ইউনিয়ন পর্যায়ের তৃণমূলের ভোটাভুটিতে অংশগ্রহণকালে প্রথমে টেনু মৃধাকে প্রার্থী হওয়া থেকে বিরত রাখা হয়। পরে জেলা কমিটির এক নেতার হস্তক্ষেপে ফের ভোটাভুটিতে অংশ নেয়ার সুযোগ করে দেয়া হয়।

তারপরও ৫৪ ভোটের মধ্যে রিয়াজ তালুকদার ২৩ ভোট পেয়ে বিজয়ী হন। ১৭ ভোট পায় টেনু মৃধা এবং আওয়ামী লীগের অপর নেতা নিজাম বিশ্বাস পায় ৯ ভোট। কেন্দ্রে পাঠানো ফরমে মন্তব্যের কলামে উল্লেখ করা হয়েছে টেনু মৃধা বিএনপি পরিবারের সন্তান। এক মাস আগে অর্থের বিনিময়ে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে।

যেখানে ধানখালী ইউনিয়নের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাকির মৃধা, উপজেলা কমিটির সভাপতি আলহাজ মাহবুবুর রহমান এমপি ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসানের যৌথ স্বাক্ষর রয়েছে। টিনু মৃধার মনোনয়ন বাতিল করে রিয়াজ তালুকদার গোটা বিষয়টি বিবেচনার জন্য আবেদন করেছেন।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান সাংবাদিকদের জানান, ‘তৃণমূলের প্রার্থী বাছাইয়ের সময় টেনু মৃধা সভাকক্ষে প্রবেশের পরে সকল ভোটার ও কর্মী এবং সকল প্রার্থীরা একযোগে প্রতিবাদ করে সভা বর্জনের সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিল।

উপজেলা যুবদল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ জানান, টিনু মৃধা যুবদলের সদস্য এটি সঠিক।

যুবদল ধানখালী ইউনিয়নের বর্তমান আহ্বায়ক শাহীন মোলøা জানান, ২০০৪ সালে ওই কমিটি গঠন করা হয়। তখন টেনু মৃধা ঢাকায় থাকত। ধানখালী ইউনিয়ন ভাগ হয়ে দু’টি হওয়ায় নতুন করে ওয়ার্ড পর্যায়ে আর কোন কমিটি করা হয়নি।

(ওএস/এসপি/মার্চ ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test