E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলেন ৫ম শ্রেণীর ছাত্রী 

২০১৮ মার্চ ০৩ ১৬:০২:১০
বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলেন ৫ম শ্রেণীর ছাত্রী 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ৫ম শ্রেণির ছাত্রী রেবা খাতুন বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের তালুক সাকোয়া গ্রামের আবুল কাশেমের কন্যা ও ৫ম শ্রেণীর ছাত্রী মোছাঃ রেবা খাতুন (১৩) এর সাথে উপজেলা রাজারহাট ইউনিয়নের মোকুরটারী শান্তিনগর গ্রামের কফুর আলীর পুত্র রবিউল ইসলামের (২৮) বিয়ের দিনধার্য্য হয়। বিয়ে সম্পন্ন করতে ২ মার্চ শুক্রবার রাতে বরসহ বর পক্ষের লোকজন কনের বাড়ীতে যায়।

গোপন সংবাদের ভিত্তির্তে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হওয়ার আগেই টের পেয়ে বর ও বর পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে পুলিশ মেয়ের পিতা ও তার মায়ের কাছ থেকে বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি নিয়ে মুছলেখা নিয়ে চলে যায়।

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে বরের লোকজনকে পাওয়া না যাওয়ায় মেয়ের পরিবারের লোকজনের কাছ থেকে মুছলেখা আদায় করা হয়েছে।

(পিএমএস/এসপি/মার্চ ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test