E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে ৩০০ বছরের গাছে আমের মুকুলের ম-ম গন্ধ 

২০১৮ মার্চ ০৩ ১৭:২৪:৩৮
মদনে ৩০০ বছরের গাছে আমের মুকুলের ম-ম গন্ধ 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : তিনশত বছরের পুরন গাছে আমের মুকুলের ম-ম গন্ধে এখন এলাকার জনপদ মাতোয়ারা। এবার আবহাওয়া অনুকুলে থাকায় আমের গাছ ছেয়ে গেছে মুকুলে। সামনে প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এবং গাছ সুষ্ঠুভাবে পরিচর্যা করতে পারলে এবার আমের বাম্পার ফলন হবে বলে মদনবাসী আশা করছেন। সাংবাদিক মোতাহার আলম চৌধুরীর  দুই শতাধিক বছরের পুরনো আম গাছে ব্যাপক মুকুল ধরে ডাল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তা দেখে এলাকাবাসী হতবাক। 

স্থানীয় সূত্রে জানা যায়, মদন উপজেলায় বানিজ্যিক ভাবে আম চাষ করা হয় না। এই অঞ্চলে গৃহস্থবাড়ির লোকজন বেশির ভাগ ক্ষেত্রেই বসতবাড়ির আঙিনায় কিংবা বাড়ির ফাঁকা জায়গায় আম গাছ রোপণ করে থাকেন।

এ ছাড়া সরকারি - বেসরকারি অফিস আবাসিক বাসভবনগুলোর আঙিনায় আম গাছ রোপণ করা হয়। গত ৫-৬ বছর ধরে এসব গাছে তেমন কোনো মুকুল হতো না। ওই সময়ে আম গাছগুলো হলুদ রঙ ধারণ করে বিবর্ণ হয়ে যেত। এর ফলে গত কয়েক বছর ধরে আমের স্বাদ থেকে বঞ্চিত ছিল এই অঞ্চলের সাধারণ মানুষ। এ বছর প্রচুর পরিমাণে মুকুল ধরেছে প্রতিটি গাছে। পুরো জনপদ মুকুলের আভা দেখে মাতোয়ারা গৃহস্থ বাড়ির লোকজন।

সমকাল মদন প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী জানান, আমার বাড়ির ওই আম গাছটির বয়স আমার দাদা ও বলতে পারেনি। মুরব্বিদের সাথে আলোচনা করে জানতে পারলাম এই গাছের বয়স তিন শ বছর হবে। গাছটির ডাল-পালা ভেঙে ক্রমান্বয়ে ছোট হয়ে আসলেও এবার সময় মতো বৃষ্টি হওয়ায় আমের মুকুলে প্রতিটি ডাল নুয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে আমি আশা করছি এবার আমের বাম্পার ফলন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম রসূল জানান, সময়মতো বৃষ্টি হওয়ায় আম গাছে প্রচুর মুকুল ধরছে। তবে আবহাওয়া যদি অনুকুলে থাকে তাহলে এ বছর মদনে প্রচুর আম উৎপাদন হবে।

(এএমএ/এসপি/মার্চ ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test