E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় তিনজনকে কুপিয়ে জখম

২০১৮ মার্চ ০৩ ২০:৫৯:৪৫
লোহাগড়ায় তিনজনকে কুপিয়ে জখম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউপির হামারোল গ্রাম আবারও অশান্ত হয়ে পড়েছে। বাড়ছে দ্বন্ধ, সংঘাত আর সহিংসতা। রক্ত ঝরছে গ্রামের সাধারন মানুষের। সেই সাথে বাড়ছে মামলা-মোকদ্দমা। দীর্ঘ ৫ মাসেরও অধিক সময় ধরে এ গ্রামের দুটি পক্ষ দ্বন্ধ, সংঘাত আর সহিংসতায় জড়িয়ে পড়েছে। ভয়, আতংক আর নিরাপত্তাহীনতায় জড়োসড়ো হয়ে পড়েছে হামারোল গ্রামবাসী। পুলিশের কোন তৎপরতায় আশ্বস্ত হতে পারছেন না হামারোল গ্রামবাসী।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপাশা ইউপির হামারোল গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে আবুল কাসেম খাঁন সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের আলী আহম্মদ খাঁন সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল শনিবার বিকাল ৫টার দিকে আলী আহম্মদ খাঁন সমর্থিত সন্ত্রাসীরা রাম দা, সড়কি, ছ্যান দা, লাঠিসোঠা নিয়ে প্রতিপক্ষ আবুল কাসেম খাঁন সমর্থিত লোকজনদের ওপর চড়াও হয়।

এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হামারোল গ্রামের আঃ মান্নান শেখ ওরফে কালা মান্নানের ছেলে লিটন শেখ (৩৬) ও মান্নান শেখের ছেলে যুবরাজ শেখ (৩৫) কে গুরুতর আহত করে। একই সন্ত্রাসীরা মাঠ থেকে বাড়ি ফেরার পথে আকতার খাঁ (৬০)কে পিটিয়ে আহত করে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লোহাগড়া থানার উপ-পরিদর্শক নিমাই চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

(আরএম/এসপি/মার্চ ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test