E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন প্রজন্মকে শুদ্ধভাবে বাংলা চর্চা শেখাতে হবে : যতীন সরকার

২০১৮ মার্চ ০৩ ২৩:৩০:৩৫
নতুন প্রজন্মকে শুদ্ধভাবে বাংলা চর্চা শেখাতে হবে : যতীন সরকার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : প্রাবন্ধিক, গবেষক ও বুদ্ধিজীবি অধ্যাপক যতীন সরকার বলেছেন, বায়ান্নর ভাষা আন্দোলনের সূত্র ধরেই মুক্তিযুদ্ধের বিশাল অর্জন আমাদের স্বাধীনতা।

তিনি বলেন, এই স্বাধীন বাংলাদেশের নতুন প্রজন্মকে শুদ্ধ ভাবে মাতৃভাষা বাংলার চর্চা অবশ্যই গুরুত্ব দিয়ে শেখাতে হবে। অনেক প্রাণের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজও সর্বক্ষেত্রে চালু হয়নি। এটি আমাদের জন্য খুবই লজ্জার বিষয়।

তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না ঘটালে নতুন প্রজন্ম বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে হিমশিম খাবে বলে দাবি করেন।

অধ্যাপক যতীন সরকার বলেন, যেখানে পরীক্ষার উত্তরপত্রে রবিন্দ্রনাথ ঠাকুর লিখার স্থলে যদি কেউ রবি লিখে উত্তরপত্র জমা দেয় সেক্ষেত্রেও ওই পরীক্ষার্থীকে এক নম্বর হলেও দেয়া হয়। প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষদের বলে দেন উত্তরপত্র বা খাতা খুব কঠিন ভাবে দেখবেন না। সবাইকে পাশ করিয়ে দিতে হবে। এই অবস্থার শিক্ষা ব্যবস্থা কোন ভাবেই চলতে দেয়া যায়না। এখান থেকে মুক্তির পথ আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে।

শনিবার সন্ধ্যার আগে গড়াডোবা ইউনিয়নের বান্দনাল জমিলা মেমোরিয়ার বিদ্যানিকেতনের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিদ্যানিকেতনের অধ্যক্ষ মো: লুৎফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বারের সাবেক সভাপতি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের কেন্দ্রিয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এডভোকেট মো: সাইদুর রহমান মানিক।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গড়াডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বাবলু, দলপা ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান খান পাঠান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রাণা আহমেদ খান পাঠান মামুন প্রমুখ।

(এসবি/এসপি/মার্চ ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test