E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কর্ণফুলীতে আগুনে ১৩ দোকান ভম্মিভূত, ১৫ লক্ষ টাকার ক্ষতি 

২০১৮ মার্চ ০৪ ১৫:৩৫:২৬
কর্ণফুলীতে আগুনে ১৩ দোকান ভম্মিভূত, ১৫ লক্ষ টাকার ক্ষতি 

জে জাহেদ, চট্টগ্রাম : কর্ণফুলী উপজেলায় বিদ্যুতের শট সার্কিটের আগুনে ১৩টি দোকান পুড়ে ছাই আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

ঘটনাটি ৪ মার্চ রবিবার রাত ১টা ৪০ মিনিটে উপজেলার চরপাথরঘাটা পুরাতন ব্রিজঘাট বাজারে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী নাইটগার্ড মো. শুক্কুর ও এক দোকান মালিক জানান, দোকানের ভেতরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে । পরে তা পাশের গ্যাসের দোকানে ছড়িয়ে পড়ে। ১৩টি দোকানের সবকিছু পুড়ে ছাই।

জানা যায়, লোকজন শত চেষ্টা করেও সহজে আগুন নিভাতে কাছে ভিড়তে পারেনি। পাশে তেল ও গ্যাসের দোকান আছে বলে ছড়িয়ে পড়ায় লোকজন আতংকিত হয়ে পড়েন।

স্থানীয় লোকজন রাজাখালি ফায়ার সার্ভিস দমকল বাহিনীকে সংবাদ দিলে তারা এসে আরও ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

রাজাখালী ফায়ার সার্ভিস বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর জানান, আগুনে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ ১৫ লক্ষ টাকা।

এতে রাজিবের কম্পিউটারের দোকান,মোঃ গাজী মিয়ার ফার্নিচার দোকান,তাহের সওদাগরের পানের দোকান,জহির আহমদের পানের দোকান,রবি আলমের অফিস সরন্জামাদি, আবদুল রশিদের কুলিং কর্নার, কালামের কুলিং কর্নার,হাজি মামুনের ফ্রিজ ও মুদি দোকান,শাহ আলমের চায়ের দোকান,মহি উদ্দীনের দোকান,তৈয়ব সওদাগরের দোকান,মোবারক এর অফিস ও নুরুল কবিরের দোকানের মালামালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি এম মঈন উদ্দিন জানান, আগুন লেগেছে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। এবং আগুন নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করেন।

তিনি আরো জানান, আশে পাশের কেহ সুনির্দিষ্ট ভাবে বলতে পারেনি কিভাবে আগুন লেগে যায়।

সঠিক সময়ে দ্রুত দমকল বাহিনী এসে পড়ায় আরো ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বলে জানান তিনি।

(জেজে/এসপি/মার্চ ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test