E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

২০১৮ মার্চ ০৫ ১৭:০৮:০৪
গলাচিপায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আ’লীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি’র বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সোমবার সকালে উপজেলা আ’লীগ কার্যালয়ের সম্মুখে সড়কের উপরে উপজেলা আ’লীগ সভাপতি প্রফেসর সন্তোষ দে’র সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। 

সমাবেশে সভাপতি প্রফেসর সন্তোষ দে তার বক্তব্যে বলেন, এমপি মহোদয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য যারা এ সমস্ত মিথ্যা, বনোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে আমরা প্রশাসনের কাছে তাদের ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। মানব বন্ধনটি উপজেলা আ’লীগ কার্যালয় থেকে শুরু হয়ে সদর রোড হয়ে কেন্দ্রীয় কালীবাড়ি আঙ্গীনা পর্যন্ত বিস্তৃত ছিল।

ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামসুজ্জামান লিকন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হাজী মু. মজিবুর রহমান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাড. মু. শামীম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মু. নাসির এলাহী, যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মু. নুরুল ইসলাম ধলা, জেলা পরিষদের সদস্য ও উপজেলা কৃষক লীগের আহবায়ক গাজী মু. ইউসুফ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ইশরাত জাহান আসমা, পৌর আ’লীগের সদস্য সচিব ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা যুবলীগের সভাপতি মো. খালেদুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহরিয়ার কামরুল, সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদ আসিফ, প্রেস ক্লাবের সভাপতি সুমিত কুমার দত্ত মলয়, গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব দাস সহ উপজেলা আ’লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, ব্যবসায়ীগণ, সুধীমন্ডলী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জন।

(ওএস/এসপি/মার্চ ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test