E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঋণের টাকা দিতে না পারায় অফিসে ডেকে নির্যাতন

২০১৮ মার্চ ০৫ ১৭:১৫:১২
ঋণের টাকা দিতে না পারায় অফিসে ডেকে নির্যাতন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : এনজিও (আশা) থেকে নেয়া ঋণ নির্ধারিত দিনে পরিশোধ না করায় মোঃ বাচ্চু ফরাজী (৩৫) নামে দারিদ্র কৃষক শাররীক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার হওয়া ওই কৃষক সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার সন্ধায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বন্দরে এ ঘটনা ঘটে।

আহত বাচ্চু জানান, তিনি আশা এনজিও‘র রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বন্দর শাখা থেকে ২০ হাজার টাকা ঋণ গ্রহন করেন। ঋন গ্রহনের পর নিয়মিত ভাবে প্রতি শনিবার ৫শ টাকা পরিশোধ করে আসছেন। গত শনিবার (০৩ মার্চ) ছিল সাপ্তাহিক কিস্তি পরিশোধের দিন। আর্থিক সংকটের কারনে বাচ্চু সঠিক সময়ে কিস্তি পরিশোধ করতে ব্যার্থ হয়। এতে আশা এনজিও এর বাহেরচর শাখা ম্যানেজার সাইফুল ইসলাম তার অফিস কর্মীদের দিয়ে বাচ্চুকে অফিসে ডেকে নিয়ে আসেন। এসময় বাচ্চু ও ম্যানেজার সাইফুল ইসলামের মধ্য ঋনের বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায় ম্যানেজার ক্ষুব্ধ হয়ে অফিসকক্ষের দরজা বন্ধ করে বাচ্চুকে মারধোর করেন। এতে বাচ্চু গুরুতর আহত হয়। পরে বাচ্চুর পরিবার ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

আহতর স্ত্রী রোকসানা বেগম বলেন, আশা থেকে ঋণ আমি গ্রহন করেছি। আমি নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছি। এক কিস্তি দিতে না পারায় আমার স্বামীকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে। এমনিতেই ঋণের টাকা পরিশোধ করতে পারছিনা। এখন আহত স্বামীর চিকিৎসা কি দিয়ে করবো? উপজেলার আমলীবাড়িয়া গ্রামের জলিল উদ্দিন ফরাজীর ছেলে বাচ্চু ফরাজী।

আশা’র ম্যানেজার সাইফুল ইসলাম জানান, বাচ্চুকে খবর পাঠিয়ে শুধু অফিসে ডেকে আনা হয়েছিল, তাকে কোন নির্যাতন করা হয়নি।

রাঙ্গাবালী থানার অফিসার ইনর্চাজ মিলন কৃষ্ণ মিত্র জানান, নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ যাবে। নির্যাতনের সতত্যা পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

(এসডি/এসপি/মার্চ ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test