E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, ধাওয়া পাল্টা ধাওয়া

২০১৮ মার্চ ০৫ ১৭:৪৩:২১
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, ধাওয়া পাল্টা ধাওয়া

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাই ভালুম আতাউর রহমান স্কুল ও কলেজের ২য় বর্ষের হত দরিদ্র মেধাবী ছাত্র মনোয়ার হোসেন বালিয়া টু ঢাকাগামী জনসেবা পরিবহনের একটি বাসের চাপায় কলেজ গেটের সামনেই দুর্ঘটনায় পতিত হয়ে গুরতর ভাবে আহত হয়। 

দ্রুত সহপাঠি ও শিক্ষকরা মনোয়ার কে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার দুপুরে ভালুম কলেজ গেটের সামনেই এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে। ঘাতক বাসটি পালিয়েছে।

এসময় দুর্ঘটনার পরপরই এ সংবাদ শুনেই ভালুম আতাউর রহমান স্কুল ও কলেজের সহস্রাধিক ছাত্র-ছাত্রীরা মানিকগঞ্জের সাটুরিয়া,পাকুটিয়া ও ধামরাইয়ের বালিয়া টু ঢাকার গাবতলী রোডের সকল যানবাহন রোড বেড়িকেড দিয়ে বন্ধ করে দেয়। বিক্ষোভ করে চালককে গ্রেফতার ও তার উপযুক্ত বিচার দাবি করে।
এসময় অবরোধ কারীরা তিনটি যাসবাহনে ভাংচুর চালিয়েছে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে লাঠি চার্জ করে। এসময় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সড়ক অবরোধ উন্মুক্ত করতে দুই ঘন্টা পেরিয়ে যায় পুলিশের । পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে অবরোধকারীদের শান্ত থাকার আহ্বান জানান ।

কলেজের ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনিুল ইসলাম বলেন গত তিন মাস আগে মনোয়ারের বাবাও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বেঁচে আছেন এক ছোট বোন। অসহায় এই পরিবারের প্রতি শোক প্রকাশ করেনে।

(ডিসিপি/এসপি/মার্চ ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test