E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্কুলগামী শিক্ষার্থীদের রাস্তায় ভবন নির্মাণের পায়তারা, ফুসে উঠছে এলাকাবাসী

২০১৮ মার্চ ০৬ ১৮:১৬:৩১
স্কুলগামী শিক্ষার্থীদের রাস্তায় ভবন নির্মাণের পায়তারা, ফুসে উঠছে এলাকাবাসী

ঠাকুরগাঁও প্রতিনিধি : শহরের আশ্রমপাড়া হয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে দিয়ে গার্লস স্কুল যাওয়ার সর্টকাট রাস্তাটি বন্ধ করে ভবন নির্মাণের পায়তারা করছে একদল সুবিধাবাদি গোষ্ঠী।এ নিয়ে স্থানীয়দের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা।

ফুঁসে উঠছে এলাকাবাসী, যে কোন মুহুর্তে গন্ডগোল লাগার আশঙ্কা করছে বিজ্ঞজনেরা।

জানা যায়, ঠাকুরগাঁও পৌরমিলনায়তন হলের পিছনে শিল্পকলা একাডেমীর পরিত্যক্ত ভবনটি উদীচী শিল্পী গোষ্ঠীকে বরাদ্দ দেওয়ার পর থেকেই সরকারি এ জায়গাটিতে চোখ পড়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা(জাসাস) সহ জেলার বেশকটি সাংস্কৃতিক সংগঠনের।এর আগে স্থানীয় এমপি রমেশ চন্দ্র সেন কেবিনেট মন্ত্রী থাকাকালীন রাস্তাটির উপর ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করতে গিয়ে স্থানীয়দের বাঁধার মুখে পড়েন।পরে তিনি সে সিদ্ধান্ত থেকে সরে আসেন।

এমতাবস্থায় আবারও আজ মঙ্গলবার(৬ মার্চ) জাসাস সহ বেশকটি সংগঠন ভবন নির্মানের কাজ শুরু করে।

এ বিষয়ে পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ জানান,রাস্তাটি সংস্কারে পৌরসভা থেকে পরিকল্পনা নেওয়া আছে,বাজেট পেলেই কাজ শুরু করা হবে।তবে কবে বাজেট আসবে বা কবে নাগাদ রাস্তার কাজ শুরু হবে তা জানাতে পারেননি তিনি।

স্থানীয় অধিবাসীরা জানান, দীর্ঘদিন ধরে এ রাস্তা দিয়ে পাবলিক ক্লাব মাঠের মধ্য দিয়ে মানুষজন বাজার ঘাট করতে ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা যাতায়াত করতো।এ বিবেচনায় মাঠ ব্যবহার না করে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে দিয়ে সোজা একটি রাস্তা গার্লস স্কুলের বাউন্ডারী সংলগ্ন রাস্তায় গিয়ে যোগ করে একটি নতুন রাস্তা করার উদ্যোগ নেয় সাবেক মেয়র এসএমএ মঈন এবং নতুন রাস্তা তৈরীর জন্য ইটও ফেলে পৌর কর্তৃপক্ষ।কিন্তু সে সময় কতিপয় সুবিধাবাদিদের জেদের মুখে কাজটি বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে বর্তমান মেয়র মির্জা ফয়সল আমিন আবারও রাস্তাটি তৈরীর বাজেট করলেও সরকারি বরাদ্দ না থাকায় মুখ থুবরে পড়ে রয়েছে নতুন রাস্তা নির্মান কাজটি।তবে বাজেট আসলেই রাস্তাটি দ্রুত নির্মাণ করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

এদিকে কালীবাড়ী হয়ে ঝুক্কি ঝামেলায় না গিয়ে নিরাপদ সর্টকাট রাস্তাটি ব্যবহারে সকলের সহযোগিতা চেয়েছে স্কুলগামী শিক্ষার্থীরা।

(এফআইআর/এসপি/মার্চ ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test