E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাউফলে বিজ্ঞান অলিম্পিয়াডে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

২০১৮ মার্চ ০৬ ১৮:১৮:০৫
বাউফলে বিজ্ঞান অলিম্পিয়াডে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়ে শুরু হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলা চত্বরে তিন দিনের বিজ্ঞান অলিম্পিয়াড।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে আজ (৬ মার্চ, মঙ্গলবার) সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধণ করেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান। উপজেলা নির্বাহি কর্মকর্তা

মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলা ও অলিম্পিয়াড উপলক্ষ্যে র‌্যালি, বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি
বিষয়ক নানা প্রকল্প প্রদর্শনসহ তিন দিন ব্যাপি উপজেলা চত্বরের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ও মুক্তিযোদ্ধা মঞ্চে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজ উপস্থিত থেকে পুরস্কার ও সনদ বিতরণ করবেন।

একই দিন উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ এবং জাতীয় পাট দিবসের র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এ সময় উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান, ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শামসুল আলম মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

(এমএবি/এসপি/মার্চ ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test