E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ফয়জুরের সাইকেল উদ্ধার

২০১৮ মার্চ ০৭ ১৩:৩৫:২০
ফয়জুরের সাইকেল উদ্ধার

সিলেট প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার পর আটক ফয়জুর রহমান শফিকুরের ব্যবহৃত বাইসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ফটকের একটি ওয়ার্কশপে পরিত্যক্ত অবস্থায় সাইকেলটি পাওয়া গেছে।

ওয়াহাব বলেন, সিসি ক্যামেরায় ফয়জুলকে সাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেখা গেছে। ঘটনার পর তার পকেট থেকে সাইকেলের চাবি, একটি ছয় ইঞ্চি ছুরি, চিড়া এবং ১০ টাকা পাওয়া যায়। ঘটনার পর থেকে সাইকেলটি পাওয়া যাচ্ছিল না। মেকানিক্যাল স্টোর থেকে বাইসাইকেলটি উদ্ধার করে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে হামালার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। পরে গুরুতর আহত অবস্থায় জনপ্রিয় এ লেখককে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার পরপরই ফয়জুরকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

(ওএস/এসপি/মার্চ ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test