E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কর্ণফুলীতে সমিতির ২৩ লাখ টাকা নিয়ে সম্পাদক-কোষাধ্যক্ষ উধাও

২০১৮ মার্চ ০৮ ১৪:৫০:২০
কর্ণফুলীতে সমিতির ২৩ লাখ টাকা নিয়ে সম্পাদক-কোষাধ্যক্ষ উধাও

জে জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে "সুগন্ধা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি"র ২৩ লাখ সঞ্চয়কৃত গ্রাহকের টাকা নিয়ে দুই প্রতারক উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

এতে প্রতারণার অভিযোগে উল্লেখিত সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের বিরুদ্ধে সভাপতি মো. আবদুল জাহেদ গত ২৫ ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আদালত গ্রহণ করে ঘটনার সত্যতা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে সুগদ্ধা সঞ্চয় ঋণদান সমবায় সমিতির কার্যক্রম শুরু হয়। ওই বছর জেলা সমবায় থেকে নিবদ্ধন নেয়া হয়। এরপর থেকে ওই সমিতিতে ১২শ’ সদস্য অত্মর্ভুক্ত হয়। গঠনের পর থেকে ৬ সদস্য ওই সমিতির পরিচালনার দায়িত্বে ছিলেন।

বর্তমানে সমিতির সদস্যরা প্রায় ৫০ লাখ টাকা সঞ্চয় করেন। কিন্তু এসব টাকার সঠিক হিসাব নিকাশ ও টাকা গচ্ছিত রাখার বিষয়টি অভিযুক্ত দু’জন গোপন রাখেন। এরই মাঝে সমিতির সদস্যরা এ বিষয়ে জানতে চাইলে সমিতির সকল কার্যক্রম এবং কার্যালয় গত ২০১৬ সালের ৩১ ডিসেম্বর বন্ধ করে দেন অভিযুক্ত দুই কর্মকর্তা। এর পূর্বে গত ১৭ সালের ১৯ সেপ্টেম্বর এসব বিষয়ে সুরাহা করার জন্য সমিতির সভাপতি পটিয়া থানায় অভিযোগ করেছিলেন।

অভিযুক্তরা কোন ধরণের হিসাব নিকাশ না দিয়ে গ্রাহকদের হয়রানি করায়। পটিয়া জুডিশিয়াল আদালতে উল্লেখিত সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল জাহেদ বাদী হয়ে সমিতির সাধারণ সম্পাদক ফেরদোস আলম ২৮) পিতা আবদুচ ছালাম , কোষাধ্যক্ষ সোহেল উদ্দিন রিপন ২৮) পিতা মৃত টুকু মিয়া উভয় সাং বড় উঠান পটিয়া,চট্টগ্রাম দুজনের এর বিরুদ্ধে সিআর মামলা ৭৮/১৮ইং ৪০৬/৪২০/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়।

বর্তমানে সমিতির দুই প্রতারক কর্মকর্তা কার্যালয় বন্ধ রেখে উধাও রয়েছে বলে জানা যায়।

(জেজে/এসপি/মার্চ ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test