E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারী দিবসে নওগাঁয় বাল্যবিয়ে না দেয়ার শপথ   

২০১৮ মার্চ ০৮ ১৬:২৩:০২
নারী দিবসে নওগাঁয় বাল্যবিয়ে না দেয়ার শপথ   

নওগাঁ প্রতিনিধি : নিজের সন্তানদের বাল্যবিয়ে না দেয়ার শপথ নিয়ে বৃহস্পতিবার নওগাঁর রাণীনগরে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।

“সময় এখন নারীর, উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজিত নারী দিবসে এমনই শপথ গ্রহন করলেন কয়েক হাজার মা।

এই দিবস উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ ইসরাফিল আলম এমপি। নারী দিবসে জেলার সাপাহারে নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করেন, সাধন চন্দ্র মজুমদার এমপি।

উপজেলার ৬ ইউনিয়নের ৬০জন নারী কর্মীদের প্রত্যেকের মাঝে তাদের সঞ্চিত ৩৬ হাজার টাকা করে মোট ২১ লাখ ৬০হাজার টাকার চেক প্রদান করা হয়। নওগাঁ শহরে পৌর মেয়র নজমুল হক সনির নেতৃত্বে শহরে নারী দিবসের র‌্যালি বের করা হয়।

(বিএম/এসপি/মার্চ ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test