E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে যথাযোগ্য মর্যাদায় নারী দিবস পালিত

২০১৮ মার্চ ০৮ ২৩:০৯:০৪
সাভারে যথাযোগ্য মর্যাদায় নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার : সাভারে বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ’সময় এখন নারীর, উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাভার উপজেলা পরিষদ ক্যাম্পাসে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সাভার উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও পরে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান। সভায় বিভিন্ন এনজিও কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা, ছাত্রী, গার্মেন্ট কর্মীসহ নানা শ্রেণী পেশার নারী নেত্রীগণ উপস্থিত হন।

সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান, উপজেলা মহিলা সংস্থার সভানেত্রী শবনম কবির, অধ্যাপক দীপক কুমার রায়, বেসরকারি উন্নয়ন সংস্থা সাস এর নির্বাহী পরিচালক হামিদা বেগম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস রোকেয়া হক, উপজেলা প্রকৌশলী ধীরেন চন্দ্র দেবনাথ, উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী পারভীন ইসলাম, এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক রওশন আরা চৌধুরী, সাংবাদিক গোবিন্দ আচায্য, সীমা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শ্রেষ্ঠ্য জয়ীতা সীমা সাহা প্রমুখ। সভা পরিচালনা করেন সূর্য্যরে হাসি ক্লিনিক সাভার শাখার ম্যানেজার নাসিমা খানম মালতি ও উপজেলা পশু সম্পদ উন্নয়ন দপ্তরের কর্মকর্তা শামসুন্নাহার। সভা চলাকালীন কিছু কার্যক্রমের বিরোধীতা করে হলরুম থেকে বের হয়ে মহিলা পরিষদ সাভার শাখার সহ-সাধারন সম্পাদক রিনী আফরোজ ও সাংগঠনিক সম্পাদক শিরিন আক্তারের নেতৃত্বে বেশ কয়েকজন নারী নেত্রী ব্যানার হাতে হল রুমের সামনে অবস্থান নেন। তারা সাংবাদিকদের নিকট তাদের ক্ষোভ প্রকাশ করেন।

ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের আয়োজনে নারী দিবস পালিত

দিবসটি উপলক্ষে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকল্পের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বদলে দেয়ার সময় এখন, গ্রাম শহরে নারীর জীবন, এ প্রতিপাদ্য বিষয়কে ধারন করে সাভার পৌরসভার আড়াপাড়া জমিদার বাড়ী বটতলা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকগণ অংশ নেয়।

ব্র্যাকের প্রোগ্রামার আসমা আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পৌর সভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা। অনেকের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার এস কে মুজিবুর হক, সাভার পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আয়েশা সিদ্দিকা বন্যা, ব্র্যাক সাভার সেবা কেন্দ্রের ব্যবস্থাপক মেহেনাজ আফরোজ প্রতিভা, ড. মুরশিদা,সাভার পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ব্র্যাক কর্মকর্তা রশিদুল ইসলাম, বরুন কুমার শর্মা, রুবেল মন্ডল প্রমুখ। অতিথিরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

(টি/এসপি/মার্চ ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test