E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত

২০১৮ মার্চ ১০ ১৭:৪৮:২২
নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : শনিবার নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় নওজোয়ান মাঠে অনুষ্ঠিত কর্মীসভায়  সভাপতিত্ব করেন, নওগাঁ জেলা কমিটির আহবায়ক শাহনাজ বেগম।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর আসনের এমপি মোঃ আব্দুল মালেক এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি। সভায় প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাহমুদা বেগম।

আওয়ামীলীগ নেত্রী পারভীন আখতারের সঞ্চালনায় এ কর্মীসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইসরাফিল আলম এমপি, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক শিরিন রুখসানা, যুগ্ম সাধারন সম্পাদক শিখা চক্রবর্তী, ছলিম উদ্দিন তরফদার এমপি, মহিলা আওয়ামীলীীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী ও সুলতানা রাজিয়া পান্না। কর্মীসভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা আয়না, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক এমপি শাহিন মনোয়ারা হক এবং বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কণা জব্বার ও রেবেকা সুলতানা।

এদিকে সকাল ৯টার পর থেকে জেলার ১১টি উপজেলা ছাড়াও সদর উপজেলার ১২টি ইউনিয়ন থেকে মহিলা আওয়ামীলীগের পৃথক পৃথক মিছিলসহ নেতাকর্মীরা নওগাঁ নওযোয়ান মাঠে আসতে শুরু করেন। বেলা সাড়ে ১০টার মধ্যে সভাস্থল নওযোয়ান মাঠ কানাই কানাই পরিপূর্ণ হয়ে ওঠে।

বক্তারা বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়নের স্বাক্ষর রেখে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি বিশেষ করে নারীদের উন্নয়নে এ সরকার যথেষ্ঠ অগ্রগতি সাধিত করেছে। উন্নয়নের এই ধারাবাহিকতায় আওয়ামীলীগকে আগামী নির্বাচনে পুনরায় ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়ার প্রযোজনীয়তা সাধারন মানুষের মধ্যে তুলে ধরতে নেতা কর্র্মীদের প্রতি আহবান জানানো হয়।

(বিএম/এসপি/মার্চ ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test