E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

২০১৮ মার্চ ১০ ১৮:৪১:১৭
কেন্দুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

নেত্রকোনা প্রতিনিধি : “জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোাগ মোকাবেলায় বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে তুলে ধরে নেত্রকোনার কেন্দুয়ায় শনিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। 

দিবসের কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলার মহড়া।

উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলানায়াতনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল-চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) স্বপন চন্দ্র সরকার, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জুলফিকার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারন সম্পাদক মহিউদ্দিন সরকার ও ফায়ার সাভিস ষ্টেশনের জয়নাল আবেদিন প্রমুখ।

আলোচনা সভা শেষে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ড মোকাবেলায় ফায়ারসাভিসের সদস্যরা মহরা প্রদর্শন করেন। এতে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। এর আগে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথীরা।


(এসবি/এসপি/মার্চ ১০, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test