E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরের পালবাজারে অগ্নিকাণ্ড, কয়েক কোটি টাকার ক্ষতি

২০১৮ মার্চ ১২ ১৬:৪৭:৫৫
চাঁদপুরের পালবাজারে অগ্নিকাণ্ড, কয়েক কোটি টাকার ক্ষতি

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর শহরের প্রাচীন বড় কাঁচাবাজার হিসেবে পরিচিত পালবাজারে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। আজ ১২ মার্চ সোমবার আনুমানিক ভোর রাত সাড়ে পাঁচটার দিকে আকস্মিক অগ্নিকান্ডে বাজারের পেছনের অংশের প্রায় ২৫টি দোকান মালামালসহ পুড়ে গেছে।ক্ষয় -ক্ষতি কয়েক কোটি টাকা হবে বলে জানিয়েছেন বাজার ব্যবসায়ি সমিতির নেতা মিজান হাওলাদার, মনিরুল ইসলাম ও মধুসূদন পোদ্দার।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সালামত খার মুদি দোকানের গুদাম, বোরহান বেপারী, মিজান জমাদার, মুকবুল,শাহজান গোলদার, আহম্মদ উল্লা ও কামরুলের মুদি দোকান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে ধোয়া দেখতে পায়। কিছুক্ষন পর আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। পথচারীদের আগুন আগুন চিৎকারে আশপাশের মানুষেরর ঘুম ভেঙ্গে যায় এবং দূর্ঘটনাস্থলে ছুটে এসে দোকানের মালামাল রক্ষার অপ্রাণ চেষ্টা করেন। খবর পেয়ে আগুন নিভাতে ছুটে আসেন চাঁদপুর শহরের ফায়ার স্টেশনের দু'টি ইউনিট। তারা দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

চাঁদপুর নতুনবাজার ফায়ার ষ্টেশনের সিনিয়র স্টেশান অফিসার ফারুক আহমেদ জানান, ভোর ৬টা-১৫ মিনিটের সময় আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক দূর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করি।আমাদের সাথে পুরাণবাজার স্টেশন ইউনিটও যোগ দেয়। হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিস দল আসলেও তাদের দরকার পরেনি।

তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।এতে পুরোপুরি এবং আংশিক ২৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এই মূর্হুতে বলতে পারবো না।

পালবাজার ব্যবসায়ি সমিতির সাবেক সভাপতি সামছুল হক পাটওয়ারী জানান, শুনছি বাজারের মুরগীর দোকানের কোনা থেকে আগুন লাগছে। যে ক’টি দোকানে আগুন লাগছে তাদের সব কিছু শেষ হয়ে গেছে। তারা কিছুই রক্ষা করতে পারেনি। ঘটনার পর পর চাঁদপুর মডেল থানা পুলিশ সেখানে মোতায়েন ছিলো।

(ইউএইচ/এসপি/মার্চ ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test