E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

হঠাৎ মহাসড়ক ঝাড়ু দিয়ে পরিস্কার করলেন পথচারী

২০১৮ মার্চ ১২ ১৭:২০:৪৩
হঠাৎ মহাসড়ক ঝাড়ু দিয়ে পরিস্কার করলেন পথচারী

রানীশংকৈল প্রতিনিধি : গতকাল রবিবার সময় তখন ভর দুপুর হঠাৎ করেই ঠাকুরগায়ের রানীশংকৈল পৌরশহরের পাচপীর নামক কবরস্থান সংলগ্ন মহাসড়কের কিছু অংশ হাতে ঝাড়– নিয়ে পরিস্কার করছেন প্যান্ট শাট পরা ভদ্র লোক। সবাই অবাক হয়ে যান হঠাৎ হাতে ঝাড়– নিয়ে ভদ্র লোক সড়কে কেন? এ সময় এ প্রতিবেদকের নজর আসে ভদ্র লোকের এ কার্যক্রমে।

কাছে গিয়ে কারণ জানতে চাইলে বলেন সড়কে কতগুলো তারকাটা (জুলি) পরে রয়েছে দেখছেন। এ তারকাটা গুলি মোটরসাইকেল সহ অন্যানা যানবাহনের চরম ক্ষতি করে। প্রত্যাশা অনুযায়ী গন্তব্যস্থলে পৌছাতে চরম ব্যাঘাত সৃষ্টি করে। তারকাটাগুলি ঢুকে গাড়ী পামচার(লিক) হয়। আমি একবার এক জরুরী রোগী দেখতে জেলা সদরে যাওয়ার প্রাক্কালে এই তারকাটা মোটরসাইকেলের চাকাই ঢুকে পামচার হয়ে যাওয়ায় যেতে আমার চরম সময় বিলম্ব হয়।

এ পথচারীর নাম আবু সালেহ মুসা তিনি হরিপুর উপজেলার বাসিন্দা পেশায় সংবাদপত্র এজেন্ট। তবে মহাসড়কে অজস্র তারকাটা পড়ে থাকতে দেখা যায়।

কারণ হিসেবে জানা যায়, এখানে কোন এক অনুষ্ঠানের তোরণ তৈরী করে ব্যানার সাটানো হয়েছিলো। এখন তোরন খুলে ফেলার তারকাটাগুলি মহাসড়কে ফেলে রেখে যায় ডেকোরেটরের লোকজন। আর তারকাটা পড়ে থাকতে দেখে এ ভদ্র লোক ঝাড়ু দিয়ে তারকাটাগুলি সড়ক থেকে সরিয়ে দিচ্ছেলেন। যে কাজটি মুলত ডেকোরেটর কতৃপক্ষের করার দরকার ছিলো।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, শহরের সড়কে মাঝে মাঝে এমন তোরণ করে আবার খুলে নিয়ে তারকাটা ফেলে রেখে যান ডেকোরেটরের লোকজন। এতে পথচারীরা চরম ভোগান্তিতে পড়ে আবার অনেক সময় দুর্ঘটনার কবলেও পড়ে।

(কেএএস/এসপি/মার্চ ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test