E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 লোহাগড়ার শিয়েরবর নদী শাসন বাঁধ প্রকল্পের উদ্বোধন

২০১৮ মার্চ ১২ ১৭:৫৫:৩৩
 লোহাগড়ার শিয়েরবর নদী শাসন বাঁধ প্রকল্পের উদ্বোধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা শিয়েরবর বাজারকে মধুমতি নদীর ভাঙ্গন থেকে রক্ষায় নদী শাসন বাঁধ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার দুপুরে বালুভর্তি জিও ব্যাগ ভাঙ্গন কবলিত স্থানে ফেলে প্রকল্পের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। প্রায় ৭৯ লাখ টাকা ব্যয়ে ১৫০ মিটার এলাকা রক্ষায় প্রাথমিকভাবে এ কাজ শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আজিজ-আশরাফ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আশরাফ আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, বিশেষ অতিথি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপ-ভূমি সংস্কার কমিশনার এসএম রইজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনার দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রধান প্রকৌশলী মোঃ লুৎফর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, নড়াইল জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহানেওয়াজ তালুকদার, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আবু দাউদ মোল্যা, শিক্ষাবিদ ও সঙ্গীত শিল্পী প্রফেসর ড. সন্দীপক মল্লিক, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এম আরাফাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এম গোলাম কবির, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম মুন, কবি লেখক ও গীতিকার এস এম হুসাইন বিল্লাহ, শালনগর ইউপি চেয়ারম্যান খান তসরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তব্যকালে পানি উন্নয়নবোর্ডের কর্মকর্তারা জানান, ঐতিহ্যবাহী শিয়েরবর বাজার রক্ষায় প্রাথমিকভাবে প্রায় ৭৯ লাখ টাকা ব্যয়ে ১৫০ মিটার এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হবে।

এছাড়া প্রায় ৫শত কোটি টাকা ব্যয়ে শিয়েরবর সহ আশেপাশের এলাকা নদী ভাঙ্গন হতে রক্ষায় প্রকল্প তৈরি করা হয়েছে। সেটি পাশ হলে আশা করা যায় এ অঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট থাকবে না। শিয়েরবর বাজারের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতেও পদক্ষেপ নেয়া হচ্ছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/মার্চ ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test