E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে জঙ্গি সন্দেহে আটক চার

২০১৮ মার্চ ১৩ ১২:২৩:৪১
নাটোরে জঙ্গি সন্দেহে আটক চার

নাটোর প্রতিনিধি : নাটোরের দিঘাপতিয়ার একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে পাঁচটি ককটেল, ল্যাপটপ, তিনটি ছুরি,জেহাদি বই উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে দিঘাপতিয়া উত্তরা গণভবনের পেছনের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নাটোরের বাগাতিপাড়ার জামনগর পশ্চিমপাড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে শফিকুল ইসলাম, চাপাপুকুর উত্তরপাড়া মহল্লার ভিকু মন্ডলের ছেলে ফজলুর রহমান, সিংড়ার আড়কান্দি পশ্চিমপাড়া মহল্লার ইউসুফ আলী মিয়ার ছেলে আনিসুর রহমান আনিস ও নলডাঙ্গা খোলাবাড়িয়া গ্রামের ফজলার রহমানের ছেলে জাকির হোসেন জাকির।

নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, দিঘাপতিয়া উত্তরা গণভবনের পেছনের এলাকায় প্রাচির ঘেরা ইকবাল হাজির দুইটি বাড়িতে সন্দেহজনক কিছু অপরিচিত লোকের আনাগোনা লক্ষ্য করা যায়। তারা গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত থেকেই বিপুল সংখ্যক পুলিশ বাড়ি দুইটি ঘিরে রাখে। রাতের অন্ধকারে বাড়িতে অভিযান না চালিয়ে দিনের আলোর অপেক্ষায় থাকে পুলিশ। পরে মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় পুলিশ বাড়িটি থেকে চার জঙ্গিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি ককটেল, ল্যাপটপ, তিনটি ছুরি এবং বেশ কিছু জেহাদি বই উদ্ধার করা হয়। বাড়িটিতে আর কেউ ছিলেন না। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

(ওএস/এসপি/মার্চ ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test