E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দারিদ্র দূরীকরণের আশ্চর্য ম্যাজিক শেখ হাসিনার পল্লী সঞ্চয় ব্যাংক’

২০১৮ মার্চ ১৩ ১৬:২০:৩২
‘দারিদ্র দূরীকরণের আশ্চর্য ম্যাজিক শেখ হাসিনার পল্লী সঞ্চয় ব্যাংক’

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দারিদ্র দূরীকরণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আশ্চর্য এক ম্যাজিক হিসেবে পল্লী সঞ্চয় ব্যাংক তৈরি করছেন। কোন প্রকার জামানত বা উৎকোচ ছাড়াই ঋনের মাধ্যমে তারা সাবলম্বী হচ্ছে। এ প্রকল্পের অধীনে এ এলাকার প্রতিটি গ্রামে সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির মাধ্যমে এ সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌছে যাচ্ছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের অধীনে নাটোরের লালপুরে পল্লী সঞ্চয় ব্যাংক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একটি বাড়ি একটি খামার প্রকল্পের বাস্তবায়নে প্রায় ১০ লক্ষ টাকা অর্থায়নে এ ভবন নির্মান কাজ শেষ হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, লালপুর থানা ওসি আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আব্দুস সাত্তার হিরু, ফিরোজ আল হক ভূইয়া, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস কেয়া, উপজেলা সমন্বয়কারী সফিকুর রহমান, ফিল্ড সুপারভাইজার জামিল হোসেন প্রমুখ।

(ওএস/এসপি/মার্চ ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test