E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নড়াইলে সংসদ শেখ হাফিজুরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

২০১৮ মার্চ ১৩ ১৬:৪০:৪১
নড়াইলে সংসদ শেখ হাফিজুরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানের বিরুদ্ধে জুলুম, অত্যাচার, ভূমিদস্যুতার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কচুবাড়িয়া গ্রামের মৃত ইশারত শেখের ছেলে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিন পরস্পর যোগসাজোগে ২০১৫ সালে পৌর শহরের কচুবাড়িয়া মৌজায় একটি গরুর খামার গড়ে তোলেন।

খামার সম্প্রসারণের স্বার্থে তিনি কচুবাড়িয়া গ্রামের সমির দত্ত, কবিতা দত্ত এবং আমার জমি জবর দখল করে গরুর বিষ্ঠা ফেলছেন। এতে করে ওই জবর দখলকৃত জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে ওই দখলকৃত জমিতে সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান পাকা ড্রেন নির্মান করছেন। জমি জবর দখলের প্রতিবাদ করায় সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানের লালিত বাহিনীর সদস্য কচুবাড়িয়া গ্রামের বদর উদ্দিন শরীফের ছেলে মিরাজ শরীফ, সিংগা গ্রামের হারু শেখের ছেলে আনোয়ার শেখ ও একই গ্রামের সারেজান ফকিরের ছেলে রেজা ফকির আমার বড় ভাইয়ের ছেলে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতা গোলাম মাহমুদ লোটাস ও আমার ছোট ভাই পৌর যুবলীগ নেতা ফারুক হোসেন কে অপমান- অপদস্ত করে হত্যার হুমকি দিয়েছে। এসব ঘটনায় মোস্তফা কামাল সহ তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

তিনি সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানের জুলুম, অত্যাচার ও ভূমি দস্যুতার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেছেন। ৪০ মিনিট স্থায়ী মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/মার্চ ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test