E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক আটক

২০১৮ মার্চ ১৩ ১৭:২৭:৪৬
পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক আটক

পটুয়াখালী প্রতিনিধি : চিকিৎসার নামে প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলি বাজারের ভুয়া চিকিৎসক মোঃ মোবারক হুসাইনকে আটক করেছে র‌্যাব। তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া ফেরদৌস এ রায় দেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ উপজেলার দেউলি বাজারে অভিজান চালিয়ে এ প্রতারককে হাতে নাতে আটক করা হয়।

এসময় তার দোকান থেকে বিপুল পরিমানে অনুমোদনবিহীন ঔষধ, চিকিৎসার সরজ্ঞামাদি, একটি কম্পিউটার ও একটি কোয়ান্টম রিজম এ্যানালাইজার জব্দ করা হয়।

পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোপার্দ করা হলে ভ্রাম্যমান আদালত এ ভুয়া চিকিৎসককে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারা এবং ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮(গ) ধারায় এ শাস্তি প্রদান করেন।

২০০৩ সাল থেকে মোবারক কোন ধরনের সনদপত্র ছাড়াই মানুষের সাথে এমন প্রতারনা করে আসছিল। মোবারকের বাড়ি খুলনা জেলায়।

(এসডি/এসপি/মার্চ ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test