E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাসড়কে চাঁদাবাজী বন্ধে পটুয়াখালীতে বাস মালিক সমন্বয় পরিষদের মানববন্ধন 

২০১৮ মার্চ ১৩ ১৭:৩২:৪৯
মহাসড়কে চাঁদাবাজী বন্ধে পটুয়াখালীতে বাস মালিক সমন্বয় পরিষদের মানববন্ধন 

পটুয়াখালী প্রতিনিধি : সড়ক পরিবহন আইন ও মটরস যান অধ্যাদেশ রুট পার্মিটের শর্ত ভঙ্গ করে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চান্দুখালী নামক স্থানে কতিপয় সন্ত্রাসী চাদাবাজী করে বাস চলাচলে বিঘ্ন ঘটানো ও যাত্রী হয়রানীর প্রতিবাদে মানববন্ধন কমসূচি পালন করেছে বরিশাল-পটুয়াখালী-বরগুনা বাস-মিনিবাস মালিক সমিতি সমন্বয় পরিষদ।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পটুয়াখালী বাসস্টান্ড সংলগ্ন বরিশাল-পটুয়াখালী-কুয়াকটা মহাসড়কে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করে সমিতির নেতা ও শ্রমিকরা।

এ সময় বক্তারা বলেন বরিশাল-বাকেরগঞ্জ-সুবিদখালী-বরগুনা মহাসড়কে স্বাভাবিক ভাবে যাত্রীবাহি বাস চলাচল ও চাদাবাজী বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবী জানান।

চাদাবাজী বন্ধ না হলে পরবর্তীতে তারা দক্ষিনাঞ্চলের সকল রুটে অনির্দিস্ট কালের জন্য বাস ধর্মঘটের মত কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে। বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের আহবায়ক গোলাম মাওলা দুলু, মিজানুর রহমান, খন্দকার মনিরুল ইসলাম স্বপন প্রমুখ।

(এসডি/এসপি/মার্চ ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test