E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পানি নেই পাঁচদিন

ত্রিশালে ময়লার স্তুপ, নাগরিক সেবা থেকে বঞ্চিত পৌরবাসী

২০১৮ মার্চ ১৩ ১৮:০৮:১২
ত্রিশালে ময়লার স্তুপ, নাগরিক সেবা থেকে বঞ্চিত পৌরবাসী

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশনসহ সরকারী সুযোগ সুবিধার দাবীতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের ডাকে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনে ঢাকা অবস্থান করায় ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নাগরিকরা পড়েছে চরম দুর্ভোগে।

গত পাঁচ দিন ধরে পৌর শহরের ময়লা-আবর্জনা পরিস্কার না করা, রাতে সড়কে বাতি না দেয়ায় সিমাহীন দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসীকে। বিশেষ করে পৌর এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকায় বাসা-বাড়ীতে দেখা দিয়েছে পানির সংকট, এছাড়া পৌরসভার সকল প্রকার নাগরিক কার্যক্রম বন্ধ থাকায় জন্ম নিবন্ধন সনদ, ওয়ারিস সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবা না পেয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। এতে করে পৌরবাসীর মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পৌর শহরের মোড়ে মোড়ে ও মার্কেট গুলোর সামনে ময়লা আবর্জনার স্তুপ রয়েছে আর এগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে মনে করেন পৌরবাসী।

পৌর শহরের ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরে রাস্তার ময়লা আবর্জনা অপসারণ না করায় দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। ফলে ব্যবসা করা সম্ভব হচ্ছেনা।

পৌর শহরের অবস্থানকারী নাগরিক জানায়, আমরা আজ পাচদিন যাবৎ পানি পাচ্চিনা। পানি না পেয়ে দৈননিন্দন কাজ করা কষ্ট হয়ে যাচ্ছে।

(এন/এসপি/মার্চ ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test