E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা 

২০১৮ মার্চ ১৪ ১৭:৪৫:৫০
পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা 

গাইবান্ধা প্রতিনিধি : আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মবার্ষিকী, ২৫ মার্চ গণহত্যা দিবস,২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা আজ ১৪ মার্চ বুধবার সকালে উপজেলা হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিপন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম,উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম বিএসসি,সাবেক সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন দুলু, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, আদর্শ কলেজের অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতো,উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব উদ্দিন, এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশিল চন্দ্র সরকার প্রমুখ।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ,উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ।

(এসআইআর/এসপি/মার্চ ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test