E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ 

২০১৮ মার্চ ১৪ ১৭:৪৮:০৩
সুন্দরগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ 

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনের ফল জানতে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে উপজেলা পরিষদের কন্ট্রোল রুমের সামনে জড়ো হচ্ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও কর্মী-সমর্থকরা। ভোট গণনা চলাকালে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় বুঝতে পেরে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে স্লোগান দিতে থাকেন। এসময় গোটা উপজেলা পরিষদ চত্ত্বরে থমথমে অবস্থা বিরাজ করছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। 

এরপর নেতাকর্মীরা আরও উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে জাতীয় পার্টির দলীয় কার্যালয়, জাতীয় পার্টির নেতা আনছার আলী সর্দারের ভাতিজা মুক্তা সর্দারের তেলের পাম্পে হামলা চালায়।

এসময় পাম্পের মেশিন, অফিস ঘরসহ দরজা-জানালা ভাংচুর করা হয়। এছাড়াও পাম্পে থাকা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর দুটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়। উপনির্বাচনে জয়ী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এসব অভিযোগ করেন।

শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন পর সুষ্ঠ নির্বাচন আর জনগণের দেওয়া ভোটে আমরা একটা বিজয় পেলাম। অনেক বাধা অতিক্রম করে বিজয়ী হয়েছি। এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় নির্বাচন কমিশনের, এ বিজয় সুন্দরগঞ্জবাসীর। কিন্তু পরাজিত হওয়ার আশঙ্কা দেখে আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা সুন্দরগঞ্জে ত্রাস সৃষ্টি করে। তারা লাঠিসোটা নিয়ে জাপার দলীয় কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান, মাইক্রোবাস ভাঙচুর চালায় এবং নেতাকর্মীদের ওপর হামলা করে।’

জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে বেসরকারি ফলাফলে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ভোট গণনা কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করেন রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন। লাঙল প্রতীকের ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৭৮ হাজার ৯২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফরুজা বারী নৌকা প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৯১৩ ভোট।

রংপুর অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও গাইবান্ধা-১ আসনের রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন বলেন, ‘১০৯ কেন্দ্রে ফলাফলে লাঙল প্রতীকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ী প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলা-ভাঙচুরের অভিযাগের বিষয়ের ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

২০১৬ সালের ৩১ ডিসেম্বর আততায়ীর গুলিতে নিহত হন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। পরে ২০১৭ সালের ২২ মার্চ অনুষ্ঠিত উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হন গোলাম মোস্তফা আহমেদ। কিন্তু তিনিও সড়ক দুর্ঘটনায় নিহত হলে আবারও শূন্য হয় আসনটি।

(এসআইআর/এসপি/মার্চ ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test