E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

২০১৮ মার্চ ১৪ ১৭:৫৯:৪৯
বাগেরহাটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

বাগেরহাট প্রতিনিধি  : বরিশাল ও ঝালকাঠি বাস মালিক-শ্রমিক সমিতির দ্বন্দের জের ধরে বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের ডাকে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরুর পর বাগেরহাটের উপর দিয়ে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চলাচলকারী কয়েকশত পরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। 

বাগেরহাটের উপর দিয়ে চলাচলকারী যানবাহনগুলো পিরোজপুর-ঝালকাঠি-বরিশাল, বরগুনা, পটুয়াখালী ও সাগরকণ্যা কুয়াকাটায় কোন যানবাহন যেতে পারছেনা। বারশাল রূপতলী বাস টার্মিনালে মালিক ও পরিবহন শ্রমিকরা ধর্মঘটের প্রথম দিনেই যানবাহনগুলোকে আটক দিয়েছে। এতেকরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরুর প্রথম দিনে এই রুটে চলাচলকারী হাজার-হাজার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মন্টু জানান, সাগরকণ্য কুয়াকাটায় বাস চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে বরিশাল ও ঝালকাঠি বাস মালিক-শ্রমিক সমিতির মধ্যে দ্বন্দ চলে আসছে। এই দ্বন্দের জের ধরে বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের ডাকে বুধবার সকাল থেকে এই রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

আমরা এই ধর্মঘট না ডাকলেও বাগেরহাটের উপর দিয়ে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে চলাচলকারী কয়েকশত পরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল সকাল থেকে বন্ধ রয়েছে।

পরিবহন ধর্মঘট শুরুর প্রথম দিনে এই রুটে চলাচলকারী হাজার-হাজার যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ভাঙ্গা -ভাঙ্গা বিকল্প পথে যাত্রীদের চরম ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তেব্য পৌছাতে হয়েছে।

(এসএকে/এসপি/মার্চ ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test