E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে বাস ধর্মঘটের দ্বিতীয় দিন, যাত্রী দুর্ভোগ চরমে

২০১৮ মার্চ ১৫ ১৮:১৭:২৬
বরিশালে বাস ধর্মঘটের দ্বিতীয় দিন, যাত্রী দুর্ভোগ চরমে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দ্বিতীয় দিনের মত বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭ রুটে চলছে বরিশাল বিভাগীয় বাস ও মিনিবাস মালিক এবং শ্রমিক সমন্বয় পরিষদের ডাকে অর্নিদিষ্টকালের বাস ধর্মঘট। এতে করে বৃহস্পতিবারের দিনভর প্রচন্ড তাপদাহের মাঝে যাত্রীরা পরেছেন চরম দুর্ভোগে।

সূত্রমতে, গত তিন মাস ধরে বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির হিস্যা দ্বন্দে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭ রুটের মধ্যে ছয়টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। ইতোমধ্যে ঝালকাঠি বাস মালিক সমিতি নলছিটির রায়াপুর নামকস্থানে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করেছে।

এ নিয়ে প্রশাসনের সাথে তিনবার বৈঠক হলেও কোন সুষ্ঠু সমাধান হয়নি। ফলে বুধবার সকাল থেকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭ রুটে অর্নিদিষ্টকালের বাস ধর্মঘট শুরু করা হয়। বরিশাল থেকে বরগুনা ও পটুয়াখালীর সবকটি রুটে বাস ধর্মঘট হওয়ায় যাত্রীরা গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পরেছেন।

বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আজিজুর রহমান শাহিন বলেন, দীর্ঘদিন থেকে ঝালকাঠি বাস মালিক সমিতি তাদের দাবীর প্রেক্ষিতে বরিশাল থেকে পশ্চিমাঞ্চলীয় রুটে কোন বাস চলাচল করতে দিচ্ছেনা।

তিনি আরও বলেন, ঝালকাঠী বাস মালিক সমিতির স্বেচ্ছাচারিতা ছাড়াও পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলাধীন চান্দুখালীস্থানে কতিপয় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা বাস থেকে প্রকাশ্যে জোরপূর্বক চাঁদা আদায় ও যাত্রী হয়রানীসহ বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক সমিতির গাড়ি প্রবেশ করতে দিচ্ছেনা।

ইতোমধ্যে বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হলেও কোন প্রতিকার হয়নি। তাই তাদের দাবী আদায় না হওয়ার পর্যন্ত অনিদৃষ্টকালের এ বাস ধর্মঘট অব্যাহত থাকবে।


(টিবি/এসপি/মার্চ ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test