E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জের মাধবপুরে যানজটে মহাসড়কে অচলাবস্থা, জনদুর্ভোগ

২০১৮ মার্চ ১৬ ১৬:১৪:৫৫
হবিগঞ্জের মাধবপুরে যানজটে মহাসড়কে অচলাবস্থা, জনদুর্ভোগ

মঈন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদর এখন যানজটের শহরে পরিণত হয়েছে। উপজেলা সদরের ঢাকা সিলেট মহাসড়কসহ প্রায় প্রতিটি সড়কেই যানজট লেগে রয়েছে।

যানবাহনের জন্য কোনো বাস টার্মিনাল না থাকায় দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে চলাচলকারী বাস, ট্রাক, মাইক্রোবাস, ম্যাক্সি, সিএনজি অটোরিকশাসহ সব ধরনের যানবাহন মাধবপুর সদরে মহাসড়কের উপর দাঁড় করিয়ে যাত্রী ও পণ্য উঠানামা করে।

প্রতিদিন এ রাস্তার উপর শত শত বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকার কারণে মহাসড়কে যানজট এখন নিত্যদিনের ঘটনা। মাধবপুরে যানবাহনের জন্য বাস টার্মিনালের দাবি করে আসছেন পরিবহন শ্রমিকরা। কিন্তু জায়গা না থাকায় বাস টার্মিনাল নির্মাণ করা সম্ভব হচ্ছে না। মহাসড়কের পাশে সুবিধাজনক জমি না থাকায় বাস টার্মিনাল নির্মাণ অনিশ্চিত হয়ে পড়েছে।

গত এক বছর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের উপর গাড়ি দাঁড় করিয়ে রাখার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এতে কিছুদিন মহাসড়কে সকল প্রকার যানচলাচল এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখার প্রবণতায় হ্রাস পায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার মহাসড়কে পুরোনো চেহারা ফুটে উঠেছে। এখন বাস, ট্রাক, ম্যাক্সি, সিএনজি চালিত অটোরিকশাসহ সকল প্রকার যানবাহন রাস্তার উপর দাঁড় করিয়ে যাত্রী ও পণ্য উঠানামা করা হয়।

শ্রমিক নেতারা জানান, যানবাহনের জন্য টার্মিনাল নির্মাণ করা হলে এ সমস্যা দূর হবে। আমরা দীর্ঘদিন ধরে টার্মিনাল নির্মাণের জন্য প্রশাসনের নিকট দাবি করে আসছি। কিন্তু বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে না। যে কারণে যানজট রয়েছে।

মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ জানান, মহাসড়কে যানজট মাধবপুরের একটি বিরাট সমস্যা। একটি বাস টার্মিনাল নির্মাণ করে সকল পরিবহন মহাসড়ক থেকে সরানো হলে এ সমস্যা দূর হবে।


(এমইউএ/এসপি/মার্চ ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test