E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বজনদের কাছে ফিরতে চায় শিশু জয়

২০১৮ মার্চ ১৬ ১৮:০৫:১৫
স্বজনদের কাছে ফিরতে চায় শিশু জয়

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত শিশু জয় দাস (১২) স্বজনদের কাছে ফিরতে চায়। গত ১২ দিনেও পুলিশ তার বলা ঠিকানায় খোঁজ নিয়ে কোন স্বজনকে পায়নি। 

পাবনার আমলী আদালত-৫ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বাছেদ মো. বুলু মিয়া শিশুটিকে সেফ হোম রাজশাহীতে প্রেরণের নির্দেষ দেন। আদালতের নির্দেশে বর্তমানে তাকে রাজশাহীতে নিরাপদ হেফাজতে (সেফ হোম) রাখা হয়েছে।

গত ৬ মার্চ চাটমোহর রেলওয়ে স্টেশনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় জনগণ। থানার এসআই রমজান অসুস্থ অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সুস্থ হওয়ার পর শিশুটি জানায়, তার নাম জয় দাস। সে বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত শিবরাম দাস ও মৃত কাজলী দাসের ছেলে। একমাত্র বোন লতা দাসের বিয়ে হয়েছে বরিশালের কাউয়ার চরে। রুপাতলী বাস স্ট্যান্ডে অবস্থিত সুমনের চা স্টলে সে কাজ করতো। গত ২৭ ফেব্রুয়ারি কে বা কারা তাকে অজ্ঞান করে। এরপর আর কিছুই বলতে পারে না।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবীব জানান, শিশুটির দেওয়া তথ্যমতে দেশের বিভিন্ন থানায় বেতার বার্তা দেওয়া হয়। নলছিটি থানার মাধ্যমে তার দেওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। জয়ের পরিবারে কারো সন্ধান এখনো পাওয়া যায়নি।

এ ব্যাপারে চাটমোহর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। যার নং ২৩১,তাং ৬/৩/১৮ ইং। গত ১১ মার্চ পাবনার আমলী আদালত-৫ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বাছেদ মোঃ বুলু মিয়া শিশুটিকে সেফ হোম রাজশাহীতে প্রেরণের নির্দেষ দেন।

আদালতের নির্দেশে বর্তমানে তাকে রাজশাহীতে নিরাপদ হেফাজতে (সেফ হোম) রাখা হয়েছে। শিশু জয় তার পরিবারের কাছে যাবার জন্য কান্নাকাটি করছে। তার পরিবারের কোন সন্ধান পেলে চাটমোহর থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

(এসএইচএম/এসপি/মার্চ ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test