E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঈশ্বরদী পেস্রক্লাবের আলোকবর্তিকা প্রজ্জলন

২০১৮ মার্চ ১৬ ২৩:৩৯:৫০
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঈশ্বরদী পেস্রক্লাবের আলোকবর্তিকা প্রজ্জলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং তাঁদের আত্মার শান্তি কামনায় ঈশ্বরদী প্রেসক্লাবের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় মাহবুব খান স্মৃতি মঞ্চে আলোকবর্তিকা প্রজ্জলন করা হয়েছে।

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোকবর্তিকা প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মানবাধিকার তৃণমূল কেন্দ্রের মহাসচিব আ.ত.ম শহীদুজ্জামান নাসিম, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, পূর্ব টেংরী স্কুলের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন বিশ্বাস, সমাজ সেবক আব্দুল মান্নান সরদার, দুর্নিতী দমন কমিশনের সভাপতি শহীদুল হক শাহীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, প্রথম আলোর প্রতিনিধি মাহাব্বুুল আলম দুদু, সহ-সাধারণ সম্পাদক ও সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন, কোষাধ্যক্ষ ও স্বকাল বাংলা পত্রিকার সম্পাদক মিশুক প্রধান, সিপিবির পাবনা জেলা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, জাসদের, পাবনা জেলার সেক্রেটারী রশীদুল আলম বাবু, জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গির হোসেন, সাংবাদিক ওহিদুজ্জামান টিপু, সাহিত্য সংস্কৃতি পরিষদেও আমানউল্লাহ প্রমূখ।

আলোকবর্তিকা প্রজ্জলনের পর নিহতদেও আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

(এসকেক/এসপি/মার্চ ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test