E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

২০১৮ মার্চ ১৭ ১৫:৫৫:৫৭
কেন্দুয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

কেন্দুয়া  (নেত্রকোনা) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী  ও জাতীয় শিশু দিবস উদযাপনে কেন্দুয়া উপজেলা প্রশাসন বিভিন্ন  কর্মসূচি গ্রহণ করে। 

দিবসের কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভা যাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তপক অর্পন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞা, অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহবুবুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: বজলুর রহমান, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জুলফিকার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো; মহিউদ্দিন সরকারসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ‘‘মুজিব মানেই বাংলাদেশ” স্বরচিত কবিতা আবৃতি করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মিলনাতয়নে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পী প্রদীপ পন্ডিত, সুসেন সাহা রায়, আনিসুল হক সাগর, মুকুল সরকার ও সমরেন্দ্র বিশ্বশর্মা। এ সময় কবিতা আবৃতি করেন কবি নেহাল হাফিজ ও প্রভাষক আব্দুল মান্নান ভূইঁয়া।

(এসবি/এসপি/মার্চ ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test