E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুদ্ধসুরে জাতীয় সংঙ্গীত গাইল বাউফলের দুই হাজার ছাত্রছাত্রী

২০১৮ মার্চ ১৭ ১৬:০২:৪৬
শুদ্ধসুরে জাতীয় সংঙ্গীত গাইল বাউফলের দুই হাজার ছাত্রছাত্রী

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : শুদ্ধসুরে একই সঙ্গে জাতীয় সঙ্গীত গাইল পটুয়াখালীর বাউফলের স্কুল-কলেজ ও মাদ্রাসার দুই হাজারোর্ধ শিক্ষার্থী।

উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে নিয়মিত অনুশীলন শেষে আজ শনিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা চত্বরের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ও মুক্তিযোদ্ধা মঞ্চে পৌর সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ উপজেলার মোট ২৩৫টি প্রাইমারি, ৬২টি হাইস্কুল, ৬৭টি মাদ্রাসা ও ১১টি কলেজর ৭৫টি গ্রুপ থেকে বাছাই করা ৭৫০ ছাত্রছার্ত্রীসহ ছাত্র-শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মচারি ও সুশিল সমাজের লোকজন এসময় জাতীয় সঙ্গীত উৎসবে অংশ নেয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, বাউফলের ইতিহাসে এই প্রথম বৃহৎ জাতীয়সঙ্গীত উৎসব। এতদিন কোন স্ট্যান্ডার্ড না থাকায় অনেকেই ইচ্ছেমতো সুর আর উচ্চারণে বিভিন্ন অনুষ্ঠানাদিসহ জাতীয় সংগীত গাইত। মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ও শিল্পকলা একাডেমি কর্তৃক প্রদত্ত সিডির সুরে জাতীয় সংগীত গাইতে হবে।

শুদ্ধসুরে জাতীয় সংগীত চর্চার পরে উপজেলা প্রশাসনের এই উদ্দ্যেগের ফলে উপজেলার সর্বত্র এখন থেকে শুদ্ধসুরে ও শুদ্ধভাবে আমাদের প্রাণের সঙ্গীত (জাতীয় সংগীত) চর্চা শুরু করবে সবাই।

(এমএবি/এসপি/মার্চ ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test