E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর জন্মদিনে রানীনগরের ১৬ গ্রামে বিদ্যুৎ সংযোগ 

২০১৮ মার্চ ১৭ ১৮:০০:১১
বঙ্গবন্ধুর জন্মদিনে রানীনগরের ১৬ গ্রামে বিদ্যুৎ সংযোগ 

নওগাঁ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে নওগাঁর রাণীনগরের একডালা ইউনিয়নের ১৬টি গ্রামের প্রায় ১হাজার ৪শ’ ঘর বিজলী বাতির আলোয় আলোকিত হয়ে উঠলো।

জন্ম থেকে অন্ধকারে নিমজ্জিত গ্রামগুলোর মানুষ নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠলো। তারা জাতির পিতার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করলো দু’হাত তুলে। তারা স্থানীয় এমপি ইসরাফিল আলমেরও সফলতা কামনা করলো। এদিন জাতির পিতা বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিনের উপহার হিসাবে উপজেলা একডালা ইউনিয়নে এই শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়।

শনিবার দুপুরে একাডালা ইউনিয়নের পাকুড়িযা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একাডালা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন, মোঃ ইসরাফিল আলম এমপি। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, মোঃ সহিদুল ইসলাম ফটিক।

অনুষ্ঠানে একডালা ইউনিয়নের একডালা, পাকুড়িয়া, যাত্রাপুর, ভেবড়াগাড়ী, পাঁচুপুর, কাশিনগর, সরিয়া, গুয়াতা, রামজীবনপুর, জলকৈ, উপরতালিমপুর, দীঘিপাড়া, ঘাটাগন, শিয়ালা, কালীগ্রাম কয়াপাড়া ও দুধকুন্ডি গ্রামের প্রায় ১হাজার ৪শ’ বাড়িতে বিদ্যুতের নতুন সংযোগ প্রদান করা হয়।

(বিএম/এসপি/মার্চ ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test