E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না’

২০১৮ মার্চ ১৮ ১৫:৪৮:২০
‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। তাই আজকের এই শুভ দিনে তাঁর প্রতি স্বশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আজ আমাদের সবার খুশি দিন। এই খুশি ছড়িয়ে পড়েছে সবার মাঝে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই এদেশ অচিরেই সোনার বাংলায় পরিণত হবে।’

বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শনিবার রাতে ঈশ্বরদী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দানকালে ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এর সহধর্মিনী মিসেস্ কামরুন্নাহার শরীফ একথা বলেন।

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ঈশ্বরদী সরকারি কলেজে অধ্যক্ষ ড. শেখ আনোয়ার হোসেন, ঈশ্বরদী উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, পাবনা জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, পাবনা জেলা পরিষদের সদস্য সাইফুল আলম বাবু মন্ডল, শফিউল আলম বিশ্বাস। এসময় ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, দাশুড়িয়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শহীদুল ইসলাম, জাসদ নেতা রশীদুল আলম বাবু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন।

এর আগে গত ১৬ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুইদিন ব্যাপী সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার সম্মানিত বিচারক অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, অধ্যাপক আখতার হোসেন, সহ-সাধারণ সম্পাদক শেখ মহসীন, সংগীত শিল্পী কৃষ্ণা বিশ্বাস ও নির্বাহী সদস্য আতাউর রহমান বাবলু।

(এসকেকে/এসপি/মার্চ ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test