E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে যানজটে শহরবাসীর সীমাহীন ভোগান্তি

২০১৮ মার্চ ১৮ ১৬:০৩:৩৬
হবিগঞ্জে যানজটে শহরবাসীর সীমাহীন ভোগান্তি

মঈন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ : হবিগঞ্জ পৌরসভায় নম্বর প্লেট আছে এমন বৈধ টমটম রয়েছে ১১২০টি। অথচ অবৈধভাবে শহর দাঁপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার টমটম। নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে চৌধুরীবাজার, চৌধুরীবাজার থেকে পোদ্দার বাড়ি পর্যন্ত ব্যাটারিচালিত অটোবাইক চলাচল করলেও কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায় কাগজপত্র না থাকলেও এগুলো চলাচল করছে। 

অভিযোগ রয়েছে একই নম্বরে একাধিক টমটম চলাচল করছে। তবে ঠিক কতগুলো অটোবাইক (টমটম) হবিগঞ্জ শহরে চলাচল করছে তার নির্দিষ্ট কোনো তথ্য নেই জেলা ট্রাফিক বিভাগের কাছে। মাঝে মাঝে ট্রাফিক পুলিশ অবৈধ টমটম আটক করলেও রহস্যজনক কারণে তা ছেড়ে দেয়। চালকরা জানায়, যাদের কাগজ নেই তারা ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে টোকেনের মাধ্যমে গাড়ি চালাচ্ছে। পৌরসভা সুত্রে জানা গেছে, পৌর এলাকার ভেতর অবৈধ অটোবাইকের সংখ্যা দাঁড়াবে প্রায় আড়াই হাজার।

হবিগঞ্জ শহরের নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে থানার মোড় হয়ে চৌধুরী বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক রয়েছে। বাইপাস সড়কও রয়েছে। ২০১০ সালের আগে এই সড়ক ছিল প্যাডেল চালিত রিকশার দখলে। এরপর অনুমোদনহীনভাবে শহরের রাস্তায় ব্যাটারি চালিত অটোবাইক টমটম চলাচল শুরু করে। প্রথম দিকে অটোবাইকগুলো সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও এটি এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে শহরবাসীদের জন্য। ভুক্তভোগীরা জানান, অবৈধ অটোবাইকের যন্ত্রণায় প্রধান শহর দিয়ে চলাচল করা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক।

সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অবৈধ ব্যাটারি চালিত অটোবাইক শহরে এসে চলাচল করায় ছোট্ট শহরে যানজট সৃষ্টি হয়। ছোট্ট এ শহরে প্রায় ৬ হাজার টমটম, ৫ হাজার রিকশা, মাত্রাতিরিক্ত পরিবহন, রিকশা ও টমটমের অবৈধ পার্কিং, ট্রাফিক আইন না মানাসহ বিভিন্ন অনিয়মের কারণে চৌধুরী বাজার, পুরনো খোয়াই ব্রিজ রোড, কালীবাড়ি রোড, টাউন হল রোড, পুরনো হাসপাতাল সড়কে হরহামেশাই যানজট লেগে থাকে। তাছাড়া ট্রাফিক বিভাগ ও পৌরসভা যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

যানজটের কারণে জনসাধারণ পড়ছেন দুর্ভোগে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ছাত্রছাত্রী স্কুল-কলেজে যেতে বিড়ম্বনার শিকার হচ্ছেন। চিকিৎসাস্থলে পৌঁছতে দীর্ঘ বিড়ম্বনায় পড়তে হয় রোগীর আত্মীয়দের। শুধু দিনে নয়, রাতেও শহরে দেখা মিলছে যানজট। বিশেষ করে বাণিজ্যিক এলাকা ও আলমশেঠ বিল্ডিংয়ের সামনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যানজট এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার।

এছাড়া হবিগঞ্জ পৌরসভা থেকে ১১২০টি টমটমকে পার্কিংয়ের অনুমতি দেয়া হলেও চলাচল করছে প্রায় ৬ হাজার টমটম। সচেতন মহল মনে করেন, অবৈধ টমটম, রিকশা আটক এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া দরকার। ট্রাফিক পুলিশ বাড়ানোসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণে পৌর ও জেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।

(এমইউএ/এসপি/মার্চ ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test