E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কৃষক হত্যা : সাজার ৯ বছর পর পলাতক আসামি আটক

২০১৮ মার্চ ১৯ ১৭:২৪:৩৪
কৃষক হত্যা : সাজার ৯ বছর পর পলাতক আসামি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার শহরতলী বুজরকগড়গড়ি এলাকার আলোচিত কৃষক খোকন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মালেককে (৪৮) আটক করেছে পুলিশ।

আজ সোমবার ভোরের দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়ার আবসন এলাকা থেকে তাকে আটক করা হয় । আটককৃত আব্দুল মালেক বুজরকগড়গড়ি এলাকার মৃত মমিন মালিতার ছেলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সালের ১১ জুনে পূর্ব শত্রুতার জেরে শহরতলী বুজরকগড়গড়ি মাঠে খোকনকে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের ভাই নূর বক্স বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০০৯ সালে ওই মামলার আসামি আব্দুল মালেককে যাবজ্জীবন সাজা দেয় আদালত। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, দীর্ঘ ৯ বছর পালিয়ে থাকা আলোচিত এই হত্যা মামলার আসামি মালেককে আটক করা হয়েছে। তিনি জানান,আজ বিকেলে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে ।

(টিটি/এসপি/মার্চ ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test