E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে রেলের বিশেষ সেবা সপ্তাহ

দাওয়াত না পেয়ে স্টেশন সুপারকে র‌্যালি থেকে তুলে নিয়ে লাঞ্চিত

২০১৮ মার্চ ২০ ১৬:২৫:৪২
দাওয়াত না পেয়ে স্টেশন সুপারকে র‌্যালি থেকে তুলে নিয়ে লাঞ্চিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে পাকশী বিভাগীয় রেলওয়ের আয়োজনে বিশেষ সেবা সপ্তাহ অনুষ্ঠানের দাওয়াত না পেয়ে বিভাগীয় উচ্চ পদ্স্থ কর্মকর্তাদের সামনেই ঈশ্বরদীর ষ্টেশন সুপার (এসএস) আব্দুল করিমকে র‌্যালী হতে তুলে সহকারী স্টেশন মাষ্টারের কক্ষে নিয়ে লঞ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

মঙ্গলবার সকালে ঈশ্বরদী জংশন ষ্টেশনে রেলের বিশেষ সেবা সপ্তাহের অনুষ্ঠান চলাকালে জনসম্মুখে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি মিমাংসা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাকশী বিভাগীয় রেলওয়ের আয়োজনে ঈশ্বরদী ষ্টেশনে রেলের বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা, র‌্যালী ও লিফলেট বিতরনের কর্মসূচি চলছিল। আলোচনা শেষে র‌্যালী শুরুর সময় ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি রফিকুল হাসান স্বপন ও সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মিলন এসে র‌্যালিতে দাঁড়ানো স্টেশন সুপার আব্দুল করিমকে টেনে নিয়ে সহকারী ষ্টেশন মাস্টারের কক্ষে কিল ঘুষি মারতে থাকে।

এসময় ভারপ্রাপ্ত ডিআরএম ও পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হকসহ বিভাগীয় রেলের অন্যান্য কর্মকর্তারা তাঁকে উদ্ধার করেন। উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি সামলে নিয়ে র‌্যালী শুরু করা হয়। র‌্যালী শেষে ষ্টেশন সুপারের সাথে শ্রমিক লীগ নেতাদের মিলমিশ করিয়ে দেন রেল কর্মকর্তারা। অবশ্য শ্রমিক লীগ নেতারা ঘটনার জন্য এসময় দুঃখ প্রকাশ করেন।

ঘটনা প্রসঙ্গে ঈশ্বরদী রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি রফিকুল হাসান স্বপন মারধরের ঘটনার কথা অস্বীকার করে বলেন, সরকারী কর্মসূচীতে আমাদের দাওয়াত না দিয়ে বিএনপির লোকজনদের দাওয়াত দেওয়া হয়। এই কারনে আমরা অনুষ্ঠানস্থলে গিয়ে প্রতিবাদ জানিয়েছি। তিনি আরো বলেন, পরে কর্মকর্তাদের উপস্থিতিতে ‘ঘটনাটি’ সমঝোতা করা হয়েছে।

ঈশ্বরদীর ষ্টেশন সুপার (এসএস) আব্দুল করিম বলেন, শ্রমিক নেতারা অনুষ্ঠানে তাদের দাওয়াত না দেওয়ার অভিযোগ করেছেন। কিন্তু এই অনুষ্ঠানটি পাকশী বিভাগীয় রেলওয়ের, ফলে আমি দাওয়াত দেওয়ার কেউ না। তারপরেও ঈশ্বরদী উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেনকে আমি অনুষ্ঠান সম্পর্কে আগেই জানিয়েছিলাম।

পাকশী বিভাগীয় রেলওয়ের ভারপ্রাপ্ত ম্যানেজার (ডিআরএম) ও পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক বলেন, ভুল বুঝাবুঝিতে ঘটনাটি ঘটেছে। তবে শ্রমিক নেতারা ভুল বুঝতে পারায় তাদের মধ্যে সমঝোতা করিয়ে আমরা সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত করেছি।

এর আগে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের সাফল্য উদ্যাপন উপলক্ষে আয়োজিত পাকশী বিভাগীয় রেলের বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করেন, ভারপ্রাপ্ত ম্যানেজার (ডিআরএম) ও পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক। ডিটিও শওকত জামিলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বিভাগীয় প্রকৌশলী খায়রুল আলম, ডিএসটিই আবু হেনা মোস্তফা আলম, ডিএমই ক্যারেজ ময়েন উদ্দিন, ডিপিও আনোয়ার হোসেন, ডিএমই লোকোমেটিভ শেখ হাসানুজ্জামান, ডিসিও আনোয়ার হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, ষ্টেশন সুপার আব্দুল করিম প্রমুখ।

(এসকেকে/এসপি/মার্চ ২০, ২০১৮)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test