E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাগঞ্জে ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচির উদ্বোধন

২০১৮ মার্চ ২০ ১৬:২৯:৫০
মির্জাগঞ্জে ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচির উদ্বোধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন থেকে ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে বিধবা রিজিয়া বেগম ও বকুল রানীর হাতে দুটি রিক্সা তুলে দিয়ে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান বিশ্বাস, আওয়ামীলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল আজিজ হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল পারভেজ, একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বয়কারী মোঃ আল-আমিন ও মাধবখালী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম তালুকদার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় প্রথম ভিক্ষুক মুক্ত কর্মসূচি চালু করা হয়েছে। এর আওতায় উপজেলায় ১৮৩ জন ভিক্ষুক রয়েছে। এরমধ্যে মাধবখালী ইউনিয়নে ২৯ জন ভিক্ষুকের মধ্যে ২ জন ভিক্ষুককে ২ টি রিক্সা দেয়া হয়েছে এবং বাকী ২৭জন ভিক্ষুককে আগামী এক সপ্তাহের মধ্যে পুর্নবাসন এবং মাধবখালী ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হবে।

পর্যায়ক্রমে উপজেলার সকল ভিক্ষুককে পুর্নবাসিত করা হবে। এর আগে উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের নিয়ে ইউএনও’র সভাপতিত্বে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

(ইউজি/এসপি/মার্চ ২০, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test