E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিন্ম মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় নওগাঁয় প্রেসব্রিফিং 

২০১৮ মার্চ ২০ ১৬:৩৩:২৪
নিন্ম মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় নওগাঁয় প্রেসব্রিফিং 

নওগাঁ প্রতিনিধি : স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উপলক্ষে মঙ্গণবার নওগাঁয় এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এ সময় জেলা তথ্য অফিসার রুপকুমার বর্মনসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে স্বল্প উন্নত দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার তিনটি সুচক ব্যাখ্যা করেন।

তিনি বলেন, জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির ( সিডিপি) শর্ত অনুযায়ী মাথপিছু আয় ১২০০ মার্কিন ডলার প্রয়োজন হলেও বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৬১০ ডলারে দাঁড়িয়েছে। মানবসম্পদের উন্নয়নের ক্ষেত্রে ৬৬ ভাগ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের প্রয়োজন। কিন্ত বাংলাদেশ সে শর্ত পেরিয়ে ৭২দশমকি ৯-এ দাঁড়িয়েছে।

অন্যদিকে অর্থনৈতিক ভংগুর হওয়ার সহনীয় মাত্রা ( যত কম তত ভালো) ৩২ থাকা প্রয়োজন হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা ২৫-এ নেমেছে।

এসব সুচক অর্জিত হওয়ার ফলে জাতিসংঘের সিডিপি বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিতে চলেছে বলে উল্লেখ করেন তিনি ।

(ওএস/এসপি/মার্চ ২০, ২০১৮)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test