E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আবাসিক হোটেলে অচেতন নারীসহ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

২০১৮ মার্চ ২১ ১৬:১৮:৫৭
আবাসিক হোটেলে অচেতন নারীসহ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা পর্যটন কেন্দ্রের আবাসিক হোটেল পায়রা থেকে জাহিদুল ইসলাম (২৮) এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় একই রুম থেকে তিনা নামের এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। 

মঙ্গলবার রাতে পুলিশ হোটেলের ৩০১ নং কক্ষের দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করে অচেতন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত জাহিদুল ওরফে বন্ধন খুলনার বয়রা এলাকার হাফিজুর রহমানের ছেলে এবং খুলনা বিএল কলেজের পরিসংখ্যান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। সে খুলনার ‘পথ মাদক নিরাময় কেন্দ্রে চাকুরি করছিলেন। পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে তার বন্ধু রিয়াজের সাথে কথা বলে এ তথ্য জানতে পারে। তবে মেয়েটির পরিচয় সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গত ১৮ মার্চ (রবিবার) জাহিদুল ও তিনা স্বামী স্ত্রী পরিচয়ে কুয়াকাটার আবাসিক হোটেল পায়রার’র ৩০১ নম্বর কক্ষে ওঠে। মঙ্গলবার দিনভর তাদের কোন সারা শব্দ না পাওয়ায় রাতে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ মঙ্গলবার রাত ১১ টার দিকে হোটেল কক্ষের দরজা ভেঙ্গে জাহিদুলের লাশ এবং তিনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জাহিদুল ওরফে বন্ধন মারা গেছে।

মহিপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, হোটেলের ওই কক্ষ থেকে ‘ক্লোনাজিপাম’ ও ‘প্রোমিথাজিন’ নামের শতাধিক ট্যাবলেটের খোসা উদ্ধার করা হয়েছে। হোটেলের ডায়রীতে উল্লেখ করা নাম ঠিকানা যাচাই ও মৃতের কারণ অনুসন্ধান করা হচ্ছে। মৃত জাহিদুলের পরিবারকে খবর দেয়া হয়েছে এবং তার মৃতদেহ বুধবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর অচেতন নারীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সুস্থ্য হলে ঘটনার মূল রহস্য জানা যাবে।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক মো. রেফায়েত হোসেন তিনা বেগম নামের ওই অচেতন নারীকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধারণা করা হচ্ছে অতিমাত্রায় তারা ঘুমের ঔষধসহ অন্যান্য দ্রব্য সেবন করায় এমন অবস্থা হয়েছে। এখনও সে সঙ্কামুক্ত নয়।

(এমকেআর/এসপি/মার্চ ২১, ২০১৮)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test