E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা

২০১৮ মার্চ ২২ ১৬:৩৪:২৮
কেন্দুয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা

নেত্রকোনা প্রতিনিধি : চলার পথে জ্বলেছে আলো অন্ধকারের শেষ, বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। ইত্যাদি শ্লোগান সহ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে এক বিশাল আনন্দ শোভা যাত্রা বের করে। 

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনে এ শোভা যাত্রার উদ্বোধন করেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা রোজি, পৌরসভা মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল ইসলাম।

বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় কেন্দুয়া ডিগ্রী কলেজ, পারভিন সিরাজ মহিলা কলেজ, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, সায়মা শাহজাহান একাডেমি, আলহাজ আতিকুর রহমান ভূঞা একাডেমি, কেন্দুয়া মডেল সরকরি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব, কেন্দুয়া প্রেসক্লাব সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: সুহান সরকার পিপিএম, মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা রোজি, ভাইস চেয়ারম্যান মো: মোফাজ্জল হসোন ভূঞা।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর, পারভিন সিরাজ মহিলা কলেজের অধ্যক্ষ সাইফুল আলম, জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জুলফিকার হোসেন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুখলেছুর রহমান বাঙ্গালী, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক, মো: শহিদুল হক ভূঞা, কেন্দুয়া মডেল একাডেমির প্রধান শিক্ষক বিলকিস চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা রবি শংকর পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দাউদ হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ। শোভাযাত্রার আগে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা বাল্য বিবাহ, মাদক, যৌতুক, ইভটিজিং, সন্ত্রাস, ও জঙ্গিবাদকে এক সঙ্গে লাল কার্ড প্রদর্শন করে।

(এসবিএস/এসপি/মার্চ ২২, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test